অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ শুরু ১৩ জানুয়ারি। নিউজিল্যান্ডের কন্ডিশনে মানিয়ে নিতে একটু আগেই দেশ ছেড়েছেন সাইফ, আফিফরা। মূল মঞ্চে নামার আগে তিনটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশের যুবারা। গতকাল ওটাগো ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেললেও হেরেছে ৬ উইকেটে। প্রথমটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে। ডুনেডিনে প্রথমে ব্যাট করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ৪০.২ ওভারে ১৭০ রানে গুটিয়ে যায়। এরমধ্যে শেষ ৬ উইকেট হারায় মাত্র ১৩ রানে এবং শেষ পাঁচ ব্যাটসম্যান একত্রে করেন মাত্র ৫ রান। বাংলাদেশের যুবাদের গুটিয়ে দেন ওটাগোর পেসার ক্রিস্টি ভিলিওন ৩২ রানে ৫ উইকেট নিয়ে। বাংলাদেশের যুবাদের পক্ষে পিনাক ঘোষ ১৫, অধিনায়ক সাইফ সর্বোচ্চ ৫৪ রান করেন ৬৯ বলে। আফিফের ব্যাট থেকে বেরুয় ৪০ রানের ইনিংস।
স্বাগতিক ওটাগোর পক্ষে ওপেনার ক্রাউসিস সর্বোচ্চ ৭৩ এবং নিউজিল্যান্ডের পক্ষে ১৬ টেস্ট খেলা হামিশ রাদারফোর্ড করেন ৪৪ রান।