ম্যাচ শেষে হতাশায় কিছুক্ষণ আকাশের দিকে চেয়েছিলেন রোমেলু লুকাকু। এবার বিশ্বকাপে দুর্দান্ত খেলেছিলেন এই তরুণ তারকা। সেমিতেও জ্বলে উঠে দেশকে প্রথমবার ফাইনালে খেলাবেন এই প্রত্যাশা ফুটবল প্রেমীদের ছিল। কিন্তু হলো না স্বপ্ন পূরণ। তীরে এসে তরী ডুবে গেল বেলজিয়ামের। ১৯৮৬ সালেও বিশ্বকাপের শেষচারে খেলেছিল। ম্যারাডোনার আর্জেন্টিনার কাছে হেরে ফাইনালে খেলা হয়নি। ১৯৮৬ ও ২০১৮ ব্যবধান ৩২ বছর। দীর্ঘ সময়ে বেলজিয়ামের ফুটবল অনেক পাল্টে গেছে। ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে। এবার শুরু থেকেই বেলজিয়ামদের নিয়ে আলোচনা হচ্ছিল। বিখ্যাত ফুটবল বিশ্লেষকরা বলছিলেন বিশ্বকাপে এবার নতুন চ্যাম্পিয়নের দেখা মিলতে পারে। আর এই সম্ভাবনা বেলজিয়ামেরই। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকোতো বলেই দিয়েছিলেন, রাশিয়া বিশ্বকাপ ফাইনালে বেলজিয়াম না খেললে তা হবে বড় অঘটন। গ্রুপ পর্বের টানা তিন ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে উঠে হ্যাজার্ড-লুকাকুরা। জাপানের বিপক্ষে ২ গোলে পিছিয়ে থেকেও শেষ ২০ মিনিটে ৩ গোলে দিয়ে কোয়ার্টার ফাইনালে চলে যায়। এরপর পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে ৩২ বছর পর সেমিফাইনালে বেলজিয়াম। প্রতিটি ম্যাচেই লুকাকুর লড়াকু লড়াই প্রশংসিত হয়েছিল। সেই ডেঞ্জারম্যান কিনা সেমিফাইনালে ছিলেন একেবারে ম্লান। ফ্রান্সের বিপক্ষে প্রতিপক্ষের ডি-বক্সের ভিতর অসহায়ভাবে দাঁড়িয়ে ছিলেন। সারাক্ষণ নজরে ছিলেন তাও বলা যাবে না। তারপরও লুকাকু একবারও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারেননি। একটুও যদি মুভমেন্ট করতে পারতেন ফ্রান্সের ডিফেন্ডাররা চাপে থাকত। চার গোল দেওয়া দুরন্ত লুকাকুর কী হয়েছিল। কোথায় লুকয়ে ছিলেন তিনি? একজন খেলোয়াড় প্রতিদিন ভালো খেলবেন তা ভাবাটাও ঠিক হবে না। তাই বলে সেমিফাইনালের মতো ম্যাচে লুকাকুকে খুঁজে পাওয়া যাবে না তা কি মানা যায়? যদিও তৃতীয় স্থান নির্ধারণ ম্যাচ আছে লুকাকুর সামনে। কিন্তু ফাইনাল আর এই ম্যাচের তুলনা কি হয়?
শিরোনাম
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০
- পরিবারসহ কাজী জাফরের আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ
- ন্যূনতম ২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট প্রকাশ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬৪৯ জন