ম্যাচ শেষে হতাশায় কিছুক্ষণ আকাশের দিকে চেয়েছিলেন রোমেলু লুকাকু। এবার বিশ্বকাপে দুর্দান্ত খেলেছিলেন এই তরুণ তারকা। সেমিতেও জ্বলে উঠে দেশকে প্রথমবার ফাইনালে খেলাবেন এই প্রত্যাশা ফুটবল প্রেমীদের ছিল। কিন্তু হলো না স্বপ্ন পূরণ। তীরে এসে তরী ডুবে গেল বেলজিয়ামের। ১৯৮৬ সালেও বিশ্বকাপের শেষচারে খেলেছিল। ম্যারাডোনার আর্জেন্টিনার কাছে হেরে ফাইনালে খেলা হয়নি। ১৯৮৬ ও ২০১৮ ব্যবধান ৩২ বছর। দীর্ঘ সময়ে বেলজিয়ামের ফুটবল অনেক পাল্টে গেছে। ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে। এবার শুরু থেকেই বেলজিয়ামদের নিয়ে আলোচনা হচ্ছিল। বিখ্যাত ফুটবল বিশ্লেষকরা বলছিলেন বিশ্বকাপে এবার নতুন চ্যাম্পিয়নের দেখা মিলতে পারে। আর এই সম্ভাবনা বেলজিয়ামেরই। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকোতো বলেই দিয়েছিলেন, রাশিয়া বিশ্বকাপ ফাইনালে বেলজিয়াম না খেললে তা হবে বড় অঘটন। গ্রুপ পর্বের টানা তিন ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে উঠে হ্যাজার্ড-লুকাকুরা। জাপানের বিপক্ষে ২ গোলে পিছিয়ে থেকেও শেষ ২০ মিনিটে ৩ গোলে দিয়ে কোয়ার্টার ফাইনালে চলে যায়। এরপর পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে ৩২ বছর পর সেমিফাইনালে বেলজিয়াম। প্রতিটি ম্যাচেই লুকাকুর লড়াকু লড়াই প্রশংসিত হয়েছিল। সেই ডেঞ্জারম্যান কিনা সেমিফাইনালে ছিলেন একেবারে ম্লান। ফ্রান্সের বিপক্ষে প্রতিপক্ষের ডি-বক্সের ভিতর অসহায়ভাবে দাঁড়িয়ে ছিলেন। সারাক্ষণ নজরে ছিলেন তাও বলা যাবে না। তারপরও লুকাকু একবারও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারেননি। একটুও যদি মুভমেন্ট করতে পারতেন ফ্রান্সের ডিফেন্ডাররা চাপে থাকত। চার গোল দেওয়া দুরন্ত লুকাকুর কী হয়েছিল। কোথায় লুকয়ে ছিলেন তিনি? একজন খেলোয়াড় প্রতিদিন ভালো খেলবেন তা ভাবাটাও ঠিক হবে না। তাই বলে সেমিফাইনালের মতো ম্যাচে লুকাকুকে খুঁজে পাওয়া যাবে না তা কি মানা যায়? যদিও তৃতীয় স্থান নির্ধারণ ম্যাচ আছে লুকাকুর সামনে। কিন্তু ফাইনাল আর এই ম্যাচের তুলনা কি হয়?
শিরোনাম
- লুট হওয়া অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
- কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে বিদ্যুৎ উৎপাদন
- রামপুরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
- শিবচরে সরকারি হাসপাতালে রোগীদের খাবার দিতে বিলম্ব, স্বজনদের ক্ষোভ
- ডেমরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত
- কারাগারে আবুল বারকাত
- চুরি-ডাকাতি ও চাঁদাবাজির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
- সাফে শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
- শিবচরে আড়িয়াল খাঁ নদের সেতুর কাছে ভাঙছে পাড়
- বিদেশি নারী ধর্ষণ: কে-পপ তারকার সাজা অর্ধেক করল আদাল
- আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল
- হিলি স্থলবন্দর দিয়ে আট মাস পর কাঁচামরিচ আমদানি শুরু
- এসএসসিতে গোপালগঞ্জে সেরা ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’
- রাজবাড়ীতে ওজোপাডিকোর কর্মচারী গ্রেফতার
- উরি র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
- শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন
- টঙ্গীতে ছিনতাইকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- প্রথমবারের মতো সৌর শক্তি ইইউ’র বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
- খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা