মঙ্গলবার, ২২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বসুন্ধরা কিংসের অতিথি ঢাকা আবাহনী

নীলফামারী প্রতিনিধি

বসুন্ধরা কিংসের অতিথি ঢাকা আবাহনী

হোম ভেন্যুতে বসুন্ধরা কিংসের অনুশীলন -বাংলাদেশ প্রতিদিন

জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ শুরু করেছে নতুন জায়ান্ট বসুন্ধরা কিংস। অভিষেক আসরে তারা স্বাধীনতা কাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ঘরোয়া ফুটবলে নতুন ইতিহাস গড়েছে।

কেননা অতীতে কোনো দলই নবাগত হিসেবে শিরোপা জিততে পারেনি। ফেডারেশন কাপেও রানার্সআপ হয়েছে বসুন্ধরা কিংস। চোখ এখন দেশ সেরা আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে। মিশনটা শুরু হয়েছে শক্তিশালী শেখ জামাল ধানমন্ডিকে হারিয়ে। আগামীকাল বসুন্ধরা কিংসের দ্বিতীয় ম্যাচ। প্রতি পক্ষ ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। নিজ ভেন্যু নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে বসুন্ধরা খেলবে আবাহনীর বিপক্ষে। হোম ভেন্যু করার পর এটিই কিংসের প্রথম ম্যাচ। এর আগে মালদ্বীপ রেডিয়ান্টের বিপক্ষে প্রীতি ম্যাচে অংশ নেয়। তার আগে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ হয়েছিল। দুই ম্যাচেই উপচে পড়েছিল দর্শক।

বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ জানান, ‘ম্যাচ আয়োজনে সব প্রস্তুতি শেষ হয়েছে। আশা করি গুরুত্বপূর্ণ এই ম্যাচে প্রচুর দর্শকের দেখা মিলবে। বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা এখন নীলফামারীতে। ড্যানিয়েল কলিন ড্রেসদের অনুশীলন দেখতে ফুটবলপ্রেমীরা ভিড় জমাচ্ছে। ঢাকা আবাহনী আজ নীলফামারীতে এসে পৌঁছাবে। মিনহাজ বলেন, আবাহনী আমাদের অতিথি। তাই তাদের সন্তুষ্ট করতে কোনো কিছুরই ঘাটতি রাখব না। ৩০ জানুয়ারি নফেল, ১৪ ফেব্রুয়ারি রহমতগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি আরামবাগ, ৫ মার্চ শেখ রাসেল, ১১ এপ্রিল সাইফ স্পোর্টিং ও ১৮ এপ্রিল নীলফামারীতে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে লড়বে বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগের আসর ঘিরে নীলফামারীতে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ চলছে।

সর্বশেষ খবর