মঙ্গলবার, ২২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

শহীদ আনোয়ার গার্লস কলেজে বার্ষিক ক্রীড়া

ক্রীড়া প্রতিবেদক

শহীদ আনোয়ার গার্লস কলেজে বার্ষিক ক্রীড়া

সেনাবাহিনীর লজিস্টিকস এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নজরুল ইসলাম গতকাল বেলুন উড়িয়ে শহীদ আনোয়ার গার্লস কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিনের উদ্বোধন করেন -আইএসপিআর

ঢাকা সেনানিবাসে অবস্থিত শহীদ বীরউত্তম লে. আনোয়ার গার্লস কলেজে দুই দিনব্যাপী আন্ত-হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার শেষ দিনে গতকাল প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন কলেজের প্রধান পৃষ্ঠপোষক এবং বাংলাদেশ সেনাবাহিনীর এরিয়া কমান্ডার (লজিস্টিকস) মেজর জেনারেল মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বেগম ডরোথী ইসলাম। মেজর জেনারেল নজরুল ইসলাম বলেন, ‘কেবল পুঁথিগত বিদ্যা দিয়েই প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠা যায় না, পাশাপাশি প্রয়োজন খেলাধুলা। আমরা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই সবাইকে।’ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সর্বোচ্চ ২৩৩ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয় বেগম রোকেয়া হাউস। ২১০ পয়েন্ট সংগ্রহ করে রানার্সআপ হয়েছে রাবেয়া বসরী হাউস। ব্যক্তিগতভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মাশহুদা বিন জান্নাহ। প্রতিযোগিতার প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি  কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এবং সেনা সদর আইটি পরিদফতরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন আলিফ লায়লা ভেনাস।

সর্বশেষ খবর