রবিবার, ২৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা
টেস্ট : ৫৪ বলে সেঞ্চুরি

সাদা পোশাকে ম্যাককালাম

সাদা পোশাকে ম্যাককালাম

সাদা পোশাকে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখনো নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালামের দখলে। এই কিউই ব্যাটসম্যান ঘরের মাঠে হ্যাগলি ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ৫৪ বলে শতক পূরণ করেছেন। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে এই রেকর্ডটি করেন। তবে ম্যাককালামের আগে টেস্টের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল যৌথভাবে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি তারকা রিচার্ড ও পাকিস্তানের ব্যাটসম্যান মিসবাহ্্-উল-হকের। উভয়েই সেঞ্চুরি করতে খেলেছেন ৫৬ বল। ১৯৮৬ সালে রিচার্ডস ইংল্যান্ডের বিরুদ্ধে এই রেকর্ড গড়েন। ২০১৪ সালে আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি রিচার্ডসের রেকর্ডটি স্পর্শ করেন। তবে ম্যাককালাম তাদের রেকর্ডকে ভেঙে দেন।

এছাড়া টেস্টে ৫৭ বলে সেঞ্চুরি আছে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টের। অস্ট্রেলিয়ার জ্যাক গ্রেগরি ৬৭ বলে সেঞ্চুরি করেছিলেন, সেটি ছিল ১৯২১ সালে। এই রেকর্ডটি দীর্ঘদিন টিকে ছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর