মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

অবশেষে সৌম্যর ব্যাটে ঝড়

ক্রীড়া প্রতিবেদক

অবশেষে সৌম্যর ব্যাটে ঝড়

ফর্মে ছিলেন না সৌম্য সরকার। রান পাচ্ছিলেন না প্রিমিয়ার লিগে। তারপরও তাকে রাখা হয়েছে বিশ্বকাপ স্কোয়াডে। এ নিয়ে সমালোচকরাও সরব হয়েছিলেন। অবশেষে বিকেএসপির মাঠে আবাহনীর হয়ে ঝড়ো সেঞ্চুরি করে ফর্মে ফিরেছেন, সেই সঙ্গে সমালোচকদের জবাবও দিয়েছেন। ৭৯ বলে ১০৬ রান করেছেন সৌম্য। দুটি ছক্কার সঙ্গে ১৫টি বাউন্ডারি ছিল তার ইনিংসে। সৌম্যর দুর্দান্ত ব্যাটিংয়ে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ১০২ রানের বিশাল ব্যবধানে লিজেন্ডস অব রূপগঞ্জকে হারিয়েছে আবাহনী। বড় ম্যাচে বড় ইনিংস খেলতে পেরে খুশি সৌম্য, ‘প্রিমিয়ার লিগে যতগুলো ম্যাচ খেলেছি আমি ভালো করিনি। তারপরও টিম ম্যানেজমেন্ট খেলিয়েছে। আমারও একটা চিন্তা ছিল আজকে বড় ম্যাচ, বড় ম্যাচে যদি কিছু করতে পারি, তাহলে আমার নিজের কাছেও ভালো লাগবে, টিমেরও অনেক উপকার হবে। এমন একটা প্লান ছিল।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর