শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
এএফসি কাপ ফুটবল

আবাহনীতে নতুন বিদেশি

ক্রীড়া প্রতিবেদক

প্রথমবারের মতো এএফসি কাপে ইন্টারজোন সেমিফাইনালে উঠেছে ঢাকা আবাহনী। ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হিসেবে এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে আবাহনী। সামনে খেলবে বসুন্ধরা কিংস। ইন্টার জোনের ফাইনালে উঠতে মরিয়া আবাহনী। ২১ আগস্ট আবাহনী প্রথম ম্যাচ খেলবে উত্তর কোরিয়ার টোয়েন্টি ফাইভ স্পোর্টস ক্লাবের বিপক্ষে। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে দুই দলের প্রথম ম্যাচটি হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। দলের শক্তি বাড়াতে আবাহনী নতুন দুই বিদেশি ফুটবলার উড়িয়ে এনেছে। এর মধ্যে মিসরের স্ট্রাইকার আল আলদিন নাসির। আরেক জন দক্ষিণ কোরিয়ার মিড ফিল্ডার লি আই মিন। দুজনের অনুশীলন পর্যবেক্ষণ করছেন মারিও  লোমেস।

আবাহনীকে দ্বিতীয় পর্বে ওঠানোর পেছনে বড় অবদান ছিল আফগানিস্তানের মাসিও সাইযানি। কিন্তু দ্বিতীয় পর্বে তাকে খেলাতে পারবে কি না তা নিয়ে নিশ্চিত নয় ঢাকা আবাহনী। তিনি বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছেন ইন্ডিয়া সুপার লিগে। চেন্নাইয়ে এএফসিতে খেলতে তিনি এখন ভারতে অবস্থান করছেন। এ জন্য আবাহনী দুই বিদেশিকে উড়িয়ে এনেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর