বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ওমানকে হারাবে বাংলাদেশ!

ক্রীড়া প্রতিবেদক

ফুটবলে অসম্ভব বলে কোনো কথা নেই। তাহলে ফেবারিটদের টপকিয়ে ক্রোয়েশিয়া বিশ্বকাপ ফাইনাল খেলত না। শিষ্যদের এসব বলেই সাহস জোগাচ্ছেন কোচ জেমি ডে। আগামী ১৪ নভেম্বর মাসকাটে ওমানের বিপক্ষে বিশ্বকাপ ফুটবল বাছাইপর্বের পরবর্তী ম্যাচ খেলবে বাংলাদেশ। একেতো শক্তিশালী প্রতিপক্ষ তার ওপর আবার ওমান খেলবে ঘরের মাঠে। নিঃসন্দেহে ম্যাচে তারা ফেবারিট। কিন্তু জেমি ডে বলেছেন, হতে পারে ফেবারিট। কিন্তু ওমানকে হারানোর সামর্থ্য রাখে বাংলাদেশ। কাতার ও ভারতের বিপক্ষে বাংলাদেশ অসাধারণ খেলেছে। সে তুলনায় ওমান ছিল ম্লান। কাতারের কাছে হেরেছে। আর ভারতের বিপক্ষে হারা ম্যাচে শেষের দিকে ২ গোল করে ওমান জিতে গেছে। ভারত অসংখ্য গোল মিস করেছে। আর ওমান সুযোগগুলো কাজে লাগিয়েছে। জেমির মতে সুযোগ হাত ছাড়া না করলে বাংলাদেশ তিন ম্যাচ জিতে শীর্ষে থাকতে পারত। যাক যা হয়নি তা নিয়ে ভাবতে চান না কোচ। এখন ভুল থেকে শিক্ষা নিতে হবে। ওমানের বিপক্ষে গোল মিস যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে হয়তো তাদের হারানো সম্ভব। ১৪ নভেম্বর ম্যাচ হলেও ১০ দিন আগে ফুটবলাররা ওমান গেছেন। কারণ কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে প্রশিক্ষণ করা, তাছাড়া আগামীকাল স্থানীয় এক ক্লাবের সঙ্গে জামালরা প্রতিম্যাচ খেলবে।

সেখানে ভুলত্রুটি শোধরানো যাবে। অধিনায়ক জামাল ভূঁইয়া লা-লিগার ধারাভাষ্য দিয়ে স্পেন থেকে ওমানে পৌঁছেছেন। সেখানে প্রবাসী বাংলাদেশিদের ফুলেল অভ্যর্থনা পেয়ে তিনি অভিভূত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর