এসএ গেমস ফুটবলে রাউন্ড রবিন পর্বের শেষ ম্যাচে আজ স্বাগতিক নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভুটানের কাছে হার (০-১) এবং পরের ম্যাচে মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর গত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ (১-০)। এর ফলে ফাইনাল খেলার আশাও বেঁচে আছে। আজ নেপালকে ৩-০ গোলে হারালেই ফাইনাল নিশ্চিত হবে জামাল ভূঁইয়াদের। ৭ পয়েন্ট নিয়ে নেপাল শীর্ষে আছে। তাদের গোল ব্যবধান +৫। বাংলাদেশ ৩ পয়েন্ট নিয়ে আছে তিনে। গোল ব্যবধান শূন্য (০)। নেপালকে ৩-০ গোলে হারালে বাংলাদেশের পয়েন্ট হবে ৭ এবং গোল ব্যবধান +৩। নেপালের পয়েন্ট হবে ৭ এবং গোল ব্যবধান +২। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ফাইনাল খেলবে বাংলাদেশ। গতকাল মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছে নেপাল। এতে মালদ্বীপের ফাইনাল খেলার আশা শেষ হয়ে গেছে। নেপালকে হারিয়েই ফাইনাল খেলার প্রত্যয় নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ দল।
ক্লান্ত নেপালকে হারিয়েই ফাইনাল খেলতে চায় বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে নেপাল বাংলাদেশের চেয়ে ১৭ ধাপ এগিয়ে আছে। বাংলাদেশ ১৮৭ নম্বরে। নেপাল আছে ১৭০ নম্বরে। তাছাড়া নেপাল খেলছে নিজেদের কন্ডিশনে। সবমিলিয়ে নেপালই ফেবারিট। কিন্তু ফাইনাল খেলতে হলে বাংলাদেশকে আজ জিততেই হবে। জামালরা এই জয়ের জন্য মরিয়া হয়েই খেলতে চান।