শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ প্রথম অংশ নেয় ১৯৯৮-এ

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু হয় ১৯৮৮ সালে। সেবার আইসিসি এসোসিয়েটস নামক দলে খেলেছিলেন বাংলাদেশের আমিনুল ইসলাম ও হারুনুর রশিদ। প্রথমবারের মতো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে ১৯৯৮ সালে। সেবার দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপে ডি গ্রুপে খেলে তৃতীয় হয় টাইগার যুবারা। নামিবিয়া ও ইংল্যান্ডকে হারিয়েও রানরেটে পিছিয়ে থাকায় সুপার এইটে খেলতে পারেনি বাংলাদেশ। প্লেট চ্যাম্পিয়ন হয়েছিলেন আল শাহরিয়ার রোকনরা।

সর্বশেষ খবর