শিরোনাম
শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ভারত-পাকিস্তান সেমিফাইনাল

ক্রীড়া ডেস্ক

অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের ফাইনালে উঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ৬ ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুই দল। ৪ ফেব্রুয়ারি প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। অস্ট্রেলিয়াকে হারিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল ভারত। গতকাল প্রতিবেশী আফগানিস্তানকে হারিয়ে সেমিতে জায়গা করে নিয়েছে পাকিস্তান। সেমিতে জায়গা নিতে পাকিস্তান জিতেছে ৬ উইকেটে। আসরের ফাইনাল ৯ ফেব্রুয়ারি।  বেনোনিতে আসরের চতুর্থ কোয়ার্টার ফাইনালে প্রথম ব্যাট করে ১৮৯ রানে অলআউট হয় আফগানিস্তান। দলটির পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন অধিনায়ক ফারহান ঝাকিল। ৫৫ বলের ইনিংসটিতে ছিল ৭টি চার। এছাড়া রাহমানুল্লাহ ২৯, আবিদ মোহাম্মদী ২৮ এবং আবদুল রেহমান ৩০ রান করেন। পাকিস্তানি যুবাদের পক্ষে ৫৮ রানের খরচে ৩ উইকেট নেন মোহাম্মদ আমির খান। ফাহাদ মুনীর ২৯ রানের খরচে ২ উইকেট এবং একটি করে উইকেট নেন তাহির হুসেন, আব্বাস আফ্রিদি, কাশিম আকরাম ও আমির আলি। ১৯০ রানের টার্গেটে খেলতে নেমে সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান জয় নিয়ে মাঠ ছাড়ে ৫৩ বল হাতে রেখে।

দলটির পক্ষে সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস খেলেন ওপেনার মোহাম্মদ হুরায়রা।

৭৬ বলের ইনিংসটিতে ছিল ৮টি চার ও একটি ছক্কা। এছাড়া হায়দার আলি ২৮, অধিনায়ক রোহেল নাজির ২২, কাশিম আকরাম অপরাজিত ২৫ ও মোহাম্মদ হারিশ ২৯ রানে অপরাজিত ছিলেন। ৬৪ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন মোহাম্মদ হুরায়রা।  

সর্বশেষ খবর