ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত গতিতে ছুটে চলেছে লিভারপুল। তিন দশক পর লিগ জয়ের স্বপ্ন দেখছে অলরেডরা। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বের শুরুতেই বড় ধরনের হোঁচট খেল লিভারপুল। গতবার ইউরোপ সেরার মুকুট জয় করেছিল অলরেডরা। ফাইনালে তারা হারিয়েছিল স্বদেশি ক্লাব টটেনহ্যামকে। চলতি মৌসুমের শুরুতেই হোঁচট খেয়েছিল লিভারপুল। গ্রুপপর্বে প্রথম ম্যাচে অলরেডরা হেরেছিল নেপোলির কাছে। এবার শেষ ষোলোর প্রথম লেগে তারা হারল স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে। মঙ্গলবার নিজেদের মাঠে দিয়েগো সিমিওনের শিষ্যরা ১-০ গোলে হারিয়েছে লিভারপুলকে। দলের পক্ষে জয়সূচক গোলটি করেছেন সওল নিগুয়েজ। কিন্তু এ পরাজয়ের পরও নিশ্চিন্ত লিভারপুল কোচ জার্গেন ক্লপ। তিনি বলেন, ‘সত্যি বলতে আমার কাছে মনে হয় না খুব বেশি কিছু করার প্রয়োজন আছে দ্বিতীয় লেগে। কেবলমাত্র কিছুটা বাড়তি মনোযোগ দিতে হবে।’ পাশাপাশি তিনি অ্যাটলেটিকো মাদ্রিদকে হুমকিও দিয়ে রেখেছেন। তিনি বলেন, ‘আমরা প্রস্তুত থাকব। অ্যানফিল্ডে স্বাগতম। লড়াইটা এখনো শেষ হয়নি।’ অ্যাটলেটিকো মাদ্রিদ দারুণ গেম প্ল্যান নিয়ে খেলেছে। মোহাম্মদ সালাহর পাশাপাশি স্যাডিও মানেকেও আটকে রাখে সিমিওনের শিষ্যরা। এ জয়ে অতীত রেকর্ডটা বজায় রাখল অ্যাটলেটিকো মাদ্রিদ। ইউরোপিয়ান প্রতিযোগিতায় গত ১৩টি হোম ম্যাচে ১২টিতেই জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এর মধ্যে ১১ ম্যাচেই নিজেদের জাল অক্ষত রেখেছে দিয়েগো সিমিওনের শিষ্যরা। জার্গেন ক্লপও তিক্ত রেকর্ডটা ভাঙতে পারলেন না। স্প্যানিশ ক্লাবের বিপক্ষে ৭টি অ্যাওয়ে ম্যাচে জয়শূন্য তার দল। এর মধ্যে ৪টিতেই হেরেছেন তিনি। কোয়ার্টার ফাইনালে খেলতে হলে দ্বিতীয় লেগে অন্তত ২-০ গোলে জিততে হবে লিভারপুলকে।
শিরোনাম
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
- ফসল উৎপাদনে সারের স্মার্ট ব্যবস্থাপনা নিয়ে গাকৃবিতে কর্মশালা
- রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
চ্যাম্পিয়ন লিভারপুলকে হারাল অ্যাটলেটিকো
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর