সোমবার, ৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ম্যারাডোনার যুদ্ধ ঘোষণা

ম্যারাডোনার যুদ্ধ ঘোষণা

মহামারী করোনাভাইরাস নিয়ে অনেক খ্যাতনামা ক্রীড়াবিদ বিশ্ববাসীকে সতর্ক থাকার আহ্‌বান জানাচ্ছেন। অনেকেই আবার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এমন ভয়াবহ বিপর্যয়ে দিয়াগো ম্যারাডোনার মতো কিংবদন্তি ফুটবলারের নীরবতা সবাইকে অবাক করছিল। শেষ পর্যন্ত নীরবতা ভেঙে মুখ খুললেন ম্যারাডোনা। যুদ্ধ ঘোষণা করলেন প্রাণঘাতী ভাইরাসের বিপক্ষে। ১৯৮৬ সালে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার অধিনায়ক ম্যারাডোনা বললেন, জীবনে অনেক বিপর্যয় দেখেছি। নিজেও ষড়যন্ত্রের শিকার হয়েছি। কিন্তু করোনাভাইরাসের দাপটে আমি হতবাক। বিশ্বজুড়ে প্রতিদিনই মৃত্যুর সংবাদ। এ অবস্থায় ফুটবলের চিন্তা মাথায় আনতে পারি না। যে যার সামর্থ অনুযায়ী করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। পুরো বিশ্ব আজ এই রোগকে হারাতে ঐক্যবদ্ধ। আমারও দায়িত্ব অনেক। আতঙ্ক নয় আসুন শপথ নেই করোনাভাইরাসকে কবর দিতে।

সর্বশেষ খবর