বৃহস্পতিবার, ২১ মে, ২০২০ ০০:০০ টা

বাফুফের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন

ক্রীড়া প্রতিবেদক

পেশাদার লিগ বাতিল হয়েছে। অনেক ক্লাবই আপাতত চিন্তা মুক্ত। কিন্তু লিগ চাম্পিয়ন বসুন্ধরা কিংসের দুশ্চিন্তা কাটছে না। তাদের সামনে ঝুলছে এএফসি কাপ। বাংলাদেশে একমাত্র প্রতিনিধি হিসেবে এশিয়ান ফুটবলে এ মেগা আসরে অংশ নিচ্ছে তারা। ১১ মার্চ গ্রুপ পর্বে প্রথম ম্যাচেই কিংস জানিয়ে দিয়েছে তাদের সামর্থের কথা। ১১ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কিংস ৫-১ গোলে বিধ্বস্ত করে মালদ্বীপ চ্যাম্পিয়ন টিসি স্পোর্টসকে। আর্জেন্টিনা দলের মেসির সঙ্গে খেলা বার্কোস বসুন্ধরার জার্সিতে প্রথম ম্যাচে দর্শকদের মন জয় করেন। হ্যাটট্রিকসহ একাই চার গোল করেন।

পরবর্তী ম্যাচে নামার আগেই করোনাভাইরাসে এএফসি কাপ স্থগিত হয়ে যায়। কবে হবে তার কোনো নিশ্চয়তা নেই। তাই বসুন্ধরা কিংস এএফসির কাছে জানতে চেয়েছে নির্দিষ্ট না হোক শুরুর সম্ভাব্য একটা তারিখ জানাতে। ক্লাবের সভাপতি ইমরুল হাসান বলেন, এমন এক পরিস্থিতিতে পড়েছি বিদেশি ফুটবলার বিদায় করতে পারছি না। ড্যানিয়েল কলিনড্রেসের সঙ্গে মে মাসেই চুক্তি শেষ। অন্যদের সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত আছে। এখন এদের সঙ্গে কথা বলে রাখা, না নতুন করে বিদেশি রেজিস্ট্রেশন করা যাবে তা জানতে চেয়েছে। এএফসি জানিয়েছে কিংসের চিঠি পাওয়ার কথা। প্রশ্ন হচ্ছে, এই জটিলতায় বাফুফের কি কোনো দায়িত্ব নেই। বসুন্ধরা কিংস তো বাংলাদেশেরই প্রতিনিধিত্ব করছে। সেখানে বাফুফের কি কিংসের সমস্যার কথা জানিয়ে এএফসিকে চিঠি দেওয়া উচিত ছিল না। তা হলে বাফুফের দায়িত্বটা কি? ফিফা যদি কোনো দলকে জরিমানা করে তখন তো তারা বলে আন্তর্জাতিক জ্ঞান না থাকায় এ অবস্থা। এএফসি কাপের বড় আসর নিয়ে যেখানে অনিশ্চিয়তা সেখানে বাফুফের নীরবতা সবাইকে অবাক করছে।

সর্বশেষ খবর