শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

মোহামেডানের কোচ শেন লেনই

ক্রীড়া প্রতিবেদক

পেশাদার ফুটবল লিগের আবির্ভাবের পর ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান চ্যাম্পিয়ন হতে পারেনি। প্রথম তিন আসরে রানার্স আপ হলেও পরবর্তীতে অবস্থার অবনতি ঘটেছে। রেলিগেশনের শঙ্কায় ছিল দুই মৌসুম। তবে অসমাপ্ত লিগে মোহামেডানকে কিছুটা দেখা গেছে চেনা রূপে। ছয় ম্যাচে ৪ জয় নিয়ে বাতিল হওয়ার আগে তাদের অবস্থান ছিল চারে। ব্রিটিশ কোচ শন লেনের প্রশিক্ষণে তারুণ্যনির্ভর মোহামেডানের পারফরম্যান্স চোখে পড়ার মতো। লেনের ওপর পুরোপুরি আস্থা আছে ক্লাব ম্যানেজমেন্টের। তাই নতুন মৌসুমেও ব্রিটিশ কোচকে দেখা যাবে। লেন বলেছেন, ‘মোহামেডানের পরিবেশ আমার ভালো লেগেছে। তাই অফার ফেরাতে পারেনি। আমার বিশ্বাস তারুণ্যনির্ভর ও ভালোমানের বিদেশি থাকলে মোহামেডান আগামী মৌসুমে চমক দেখাবে।

কর্মকর্তারা বরাবরই যত্নশীল। এ ধরনের পরিবেশে দায়িত্ব পালন করাটা আনন্দদায়ক।

সর্বশেষ খবর