শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

সালামের নামে রাজশাহী টেনিস কমপ্লেক্স

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী টেনিস কমপ্লেক্সের নাম পরিবর্তন হয়েছে। ১৯৮১ সালে এই কমপ্লেক্সের প্রথম নামকরণ হয় বোয়ালিয়া কমপ্লেক্স। পরের বছর আবার রাজশাহী টেনিস কমপ্লেক্স। ২০০৫ সালে চার দলীয় জোট ক্ষমতা থাকার সময় পুনরায় নাম বদল করে রাখা হয় জাফর ইমাম টেনিস কমপ্লেক্স। কিন্তু বিভিন্ন মহল থেকে দাবি উঠেছিল খ্যাতিমান টেনিস খেলোয়াড় অ্যাডভোকেট আবদুস সালামের নামে কমপ্লেক্সের নাম রাখতে। তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠজন।

মহান মুক্তিযুদ্ধেও তার অবদান স্মরণীয় হয়ে আছে। ১৯৭১ সালে ২৫ মার্চ পাকিস্তান আর্মিরা সালামের বাসায় আক্রমণ করে দুই ছেলেকে ধরে নিয়ে যায়। একই রাতে তার ভাই, ভাগ্নি জামাই ও ভগ্নিপতিকে তুলে নিয়ে হত্যা করা হয়।

গতকাল বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খন্দকারের সভাপতিত্বে বৈঠকে সর্বসম্মতিক্রমে টেনিস কমপ্লেক্সের নতুন নামকরণ করা হয় আবদুস সালাম টেনিস কমপ্লেক্স।

সর্বশেষ খবর