মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ফুটবলে নেতৃত্ব পরিবর্তনের আহ্বান বাদল রায়ের

ক্রীড়া প্রতিবেদক

ফুটবলে নেতৃত্ব পরিবর্তনের আহ্বান বাদল রায়ের

দেশের ফুটবলে পরিচিত মুখ বাদল রায় বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সভাপতি পদে প্রার্থী হলেও শারীরিক অবস্থার কারণে তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তবুও ৩ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনে ব্যালট পেপারে তার নাম থাকছে। কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। নির্বাচন না করলেও বাদল ভোটারদের কাছে আহ্বান জানিয়েছেন নেতৃত্বের পরিবর্তনে। তিনি এক বিবৃতিতে বলেন, দেশের ফুটবলের ঐতিহ্য ও সুনাম সব কিছুই ধ্বংসের মুখে। ১২ বছর প্রায় এক কমিটি দায়িত্বে থেকেও উন্নতির বদলে ফুটবলকে নিঃশেষ করে দিচ্ছে। এখন সময় এসেছে নেতৃত্ব পরিবর্তনের। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার মূল্যবান ভোটের ওপর নির্ভর করছে ফুটবলে বাঁচা-মরার। তাই ভুল না করে অযোগ্যদের পরিহার করুন।

বাদল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্রীড়াপ্রেমিক। বিশেষ করে ফুটবলকে তিনি বড্ড ভালোবাসেন। ফুটবল যতটুকু বেঁচে আছে তা প্রধানমন্ত্রীর বিশেষ নজরের কারণে। পরিতাপের বিষয় প্রধানমন্ত্রী ফুটবলের পাশে ছিলেন এবং আছেন। এরপরও বিশেষ এক কর্মকর্তার ব্যর্থতার কারণে ফুটবলের অগ্রগতি ঘটেনি। যোগ্যরা নির্বাচিত হলে আমার বিশ্বাস ফুটবলে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে। মনে রাখবেন উন্নয়নের বড় হাতিয়ারই হচ্ছেন শেখ হাসিনা। সুতরাং সম্মানিত ভোটারদের আহ্বান জানাচ্ছি যোগ্য ব্যালটে সিল মেরে অযোগ্যদের বিতাড়িত করুন।

 

সর্বশেষ খবর