বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন বাকী

বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন বাকী

গত এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে অলিম্পিক কোটায় খেলতে নেমে ব্যর্থ হন আবদুল্লাহ হেল বাকী। ২০২০ সালে অলিম্পিক গেমস স্থগিত হওয়ার আগে এটিই ছিল কোটার শেষ সুযোগ। কিন্তু করোনার কারণে নতুন করে সূচি ঘোষণা হওয়ায় দিল্লি বিশ্বকাপে নামতে আরও একটি করে কোটার সুযোগ দেওয়া হয়েছে। বাকী সুযোগ কাজে লাগিয়ে বিশ্বকাপে গুলি  ছোড়ার স্বপ্ন দেখছেন। আন্তর্জাতিক অনলাইন শুটিংয়ে বাকী নিজের স্কোর পার করেছেন একাধিকবার। ৬২৩, ৬২৭ সর্বশেষ ৬৩০ স্কোর গড়েছেন তিনি। বাকী তাই চোখ ফেলে রেখেছেন বিশ্বকাপে।

বলেছেন অনুশীলনে আরও স্কোর বাড়াতে পারব। আগামী মে মাসেই দিল্লিতে হবে শুটিংয়ের বিশ্বকাপ। তার আগে আজ থেকে অনলাইন এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন কমনওয়েলথ গেমসে রৌপ্য বিজয়ী এ শুটার।

সর্বশেষ খবর