বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ফুটবলের সঙ্গী টি স্পোর্টস

ক্রীড়া প্রতিবেদক

অল্প কিছু দিনেই বাংলাদেশের ক্রীড়ামোদীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে টি স্পোর্টস টিভি চ্যানেল। দেশি-বিদেশি খেলা সম্প্রচার করে নাম কুড়িয়েছে। ফুটবল, ক্রিকেটের পাশাপাশি অন্যান্য জনপ্রিয় খেলাগুলো বাদ যায় না টি স্পোর্টসের পর্দায়। বাংলাদেশ-নেপাল প্রীতি ফুটবল ম্যাচ দিয়ে যাত্রা শুরু দেশের প্রথম স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের। শুরু থেকেই ফুটবলকে বেশ গুরুত্ব দিয়েছে চ্যানেলটি। এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে তিন বছরের স্পন্সরশিপ চুক্তি করে ফুটবলের উন্নয়নে দীর্ঘ মেয়াদে ভূমিকা রাখতে যাচ্ছে টি স্পোর্টস। ঘরোয়া ফুটবলের প্রধান তিন আসর ফেডারেশন কাপ, প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়নশিপ লিগের খেলাগুলো দেখাবে চ্যানেলটি। বাফুফের সঙ্গে টি স্পোর্টসের হয়ে এই চুক্তিতে সই করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও টি স্পোর্টসের চেয়ারম্যান সাফওয়ান সোবহান। সঙ্গে ছিলেন সিইও ইশতিয়াক সাদেক। কে- স্পোর্টসের পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির সিইও ফাহাদ এম এ করিম। সাফওয়ান সোবহান বলেন, ‘খেলাধুলা সব বয়সের মানুষকে এক করে বলেই আমরা খেলার চ্যানেল করার দিকে ঝুঁকেছি।’ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন তাঁকে ধন্যবাদ জানিয়েছেন ফুটবলে এগিয়ে আসার জন্য, ‘এই চুক্তি প্রমাণ করে মাঠে ফুটবল এখনো বেশ ভালোভাবেই আছে এবং ফুটবল ও টি স্পোর্টস একসঙ্গে এগিয়ে যাবে।’

 

 

সর্বশেষ খবর