শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

শততম টেস্টে সেঞ্চুরি করে রুটের ইতিহাস

ক্রীড়া প্রতিবেদক

ব্যাট হাতে এখন ক্রিকেট বিশ্ব শাসন করছেন স্টিভ স্মিথ, বিরাট কোহলি, কেন উইলিয়ামসন ও জো রুট। চার দেশের চার তারকা ক্রিকেটারের মধ্যে এখন অলিখিত লড়াইও চলছে। যদিও স্মিথ, কোহলি ও উইলিয়ামসনের তুলনায় একটু পিছিয়ে রুট। তারপরও ইংলিশ অধিনায়ক এ মুহূর্তে ক্রিকেট বিশ্বের সবচেয়ে সফল ব্যাটসমানদের একজন। সেঞ্চুরির সংখ্যায় তিন তারকার চেয়ে পিছিয়ে থাকলেও একটি ক্ষেত্রে এগিয়ে সবার চেয়ে। ক্যারিয়ারের ১০০ নম্বর টেস্টে সেঞ্চুরি করে ইতিহাস লিখেছেন রুট। চেন্নাইয়ে ভারতের বিপক্ষে ১২৮ রানের হার না মানা ইনিংসটি খেলে রুট এখন রেকর্ড বইয়ে উজ্জ্বল এক নাম। ১৪৪ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে নবম এবং তৃতীয় ইংলিশ ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের শমতম টেস্টে সেঞ্চুরি করেছেন। তার এ রেকর্ড গড়া সেঞ্চুরিতে টেস্টে প্রথম দিনটি নিজেদের করে নিয়েছেন রুট। রটের ২০ নম্বর সেঞ্চুরিতে ৩ উইকেটে ২৬৩ রান করেছে ইংল্যান্ড। 

রুটের নেতৃত্বে ইংল্যান্ড ভারত সফরে আসে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে। রুটও এসেছে দুর্দান্ত ফর্ম নিয়ে। দ্বীপরাষ্ট্রের বিপক্ষে টানা দুই টেস্টে দুটি সেঞ্চুরি করেন। যার একটি ২২৮ এবং অন্যটি ১৮৬ রানের। গতকাল চেন্নাইয়ের সেঞ্চুরিটি টানা তৃতীয়। ১২৮ রানের ইনিংসটি খেলেন ১৯৭ বলে ১৪ চার ও এক ছক্কায়। ৬৩ রানে ২ উইকেট হারানোর পর ড সিবলিকে নিয়ে ২০০ রান যোগ করেন তৃতীয় উইকেট জুটিতে। দিনের শেষ ওভারের তৃতীয় বলে সিবলি ব্যক্তিগত ৮৭ রানে এলবি হন বুমরাহর বলে।  ক্যারিয়ারে শততম টেস্টে উভয় ইনিংসে সেঞ্চুরি করে সবার চেয়ে এগিয়ে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। ২০০৬ সালে সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২০ ও ১৪৩* রানের ইনিংস খেলেছিলেন। প্রথম ক্রিকেটার হিসেবে ১৯৬৮ সালে ইংল্যান্ডের কলিন কাউড্রে শততম টেস্টে সেঞ্চুরি করেছিলেন। এরপর পালাক্রমে শততম টেস্টে সেঞ্চুরি করেন জাভেদ মিয়াদাদ, গর্ডন গ্রিনিজ, অ্যালেক স্টুয়ার্ট, ইনজামাম-উল-হক, রিকি পন্টিং, গ্রায়েম স্মিথ ও হাশিম আমলা।        

 

শততম টেস্টে সেঞ্চুরি হাঁকানো ক্রিকেটার

ক্রিকেটার         রান       দল                         প্রতিপক্ষ                            সাল     

কলিন কাউড্রে  ১০৪       ইংল্যান্ড                               অস্ট্রেলিয়া          ১৯৬৮

জাভেদ মিয়াদাদ              ১৪৫      পাকিস্তান                            ভারত                    ১৯৮৯

গর্ডন গ্রিনিজ     ১৪৯       ওয়েস্ট ইন্ডিজ   ইংল্যান্ড                               ১৯৯০

অ্যালেক স্টুয়ার্ট               ১০৫      ইংল্যান্ড                               ওয়েস্ট ইন্ডিজ   ২০০০

ইনজামাম-উল-হক         ১৮৪      পাকিস্তান                            ভারত                    ২০০৫

রিকি পন্টিং         ১২০       অস্ট্রেলিয়া          দক্ষিণ আফ্রিকা                ২০০৬

রিকি পন্টিং         ১৪৩*    অস্ট্রেলিয়া          দক্ষিণ আফ্রিকা                ২০০৬

গ্রায়েম স্মিথ        ১৩১       দক্ষিণ আফ্রিকা                ইংল্যান্ড                               ২০১২

হাশিম আমলা   ১৩৪      দক্ষিণ আফ্রিকা                শ্রীলঙ্কা                 ২০১৭

জো রুট                                ১২৮*    ইংল্যান্ড                               ভারত                    ২০২১  

 

সর্বশেষ খবর