শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ঘরেই হারলেন রোনালদো

ক্রীড়া ডেস্ক

ঘরেই হারলেন রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো বুধবার নিজ দেশ পর্তুগালে গিয়েছিলেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে। তার দল জুভেন্টাস মুখোমুখি হয়েছিল পোর্তোর। কিন্তু নিজ দেশ থেকে জয় নিয়ে ফিরতে পারেননি রোনালদো। শেষ ষোলোর প্রথম লেগে পোর্তোর কাছে ২-১ গোলে হেরেছে ওল্ড লেডিরা। একই রাতে জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হয়েছিল স্প্যানিশ ক্লাব সেভিয়া। নিজেদের মাঠে ডর্টমুন্ডের কাছে ৩-২ গোলে হেরেছে তারা।

পোর্তোর মাঠে জুভেন্টাস পূর্ণ শক্তির দল নিয়েই খেলতে নেমেছিল। তবে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় পোর্তো। মেহদি তারেমির ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে দেন পর্তুগিজ ক্লাবটিকে। এরপর ৪৬ মিনিটে মুসা মারেগার গোলে ব্যবধান দ্বিগুণ করে পোর্তো। ম্যাচের ৮২ মিনিটে জুভেন্টাসের পক্ষে গোল করে ব্যবধান কমান ফেডেরিকো চিয়েসা। প্রথম লেগে হারলেও কোয়ার্টার ফাইনালের পথ খোলাই থাকল জুভেন্টাসের। দ্বিতীয় লেগে নিজেদের মাঠে ১-০ গোলে জিতলেই শেষ আটে পৌঁছে যাবে তারা। তবে ড্র করলেই শেষ আটে পৌঁছে যাবে পোর্তো।

স্প্যানিশ ক্লাব সেভিয়ার পক্ষে শেষ আটে খেলা কঠিনই হয়ে যাবে। নিজেদের মাঠে তারা ডর্টমুন্ডের কাছে ৩-২ গোলে হেরেছে। ডর্টমুন্ডের পক্ষে দুটি গোল করেন আরলিং হলান্ড। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ৮ গোল করেছেন নরওয়ের এই তারকা। ডর্টমুন্ডের পক্ষে অপর গোলটি করেন মোহাম্মদ দাউদ। সেভিয়ার পক্ষে গোল দুটি করেন সুসু এবং লুক ডি জঙ। কোয়ার্টার ফাইনালে যেতে হলে সেভিয়াকে দ্বিতীয় লেগে অন্তত ২-০ গোলে জিততে হবে। অন্যদিকে ডর্টমুন্ড ড্র করলেই শেষ আটে পৌঁছে যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর