শনিবার, ১০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
এল ক্ল্যাসিকো

বার্সার প্রতিশোধ, রিয়ালের রেকর্ড

ক্রীড়া ডেস্ক

বার্সার প্রতিশোধ, রিয়ালের রেকর্ড

লিওনেল মেসি কি ক্যারিয়ারের শেষ এল ক্ল্যাসিকো খেলতে নামছেন? আজ আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা মুখোমুখি হচ্ছে। এ খেলা উপভোগ করার সময় প্রায় সব দর্শকেরই মনে প্রশ্ন জাগবে, পরের এল ক্ল্যাসিকোতে মেসিকে দেখা যাবে কি? চলতি মৌসুম শেষ হলেই ফ্রিতে মেসি চলে যেতে পারবেন অন্য যে কোনো ক্লাবে। অবশ্য বার্সার সঙ্গে নতুন চুক্তি হলে ভিন্ন কথা। স্প্যানিশ লা লিগায় সবচেয়ে কঠিন মুহুর্ত পার করছে তিন ফেবারিট। অ্যাটলেটিকো মাদ্রিদ ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ৬৫ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা। তিনে থাকা রিয়ালের সংগ্রহ ৬৩ পয়েন্ট। তিন দলের কারা জিতবে এবারের লা লিগা শিরোপা? এ প্রশ্নকে সামনে রেখেই আজ বাংলাদেশ সময় রাত ১টায় এল ক্ল্যাসিকোর লড়াইয়ে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এল ক্ল্যাসিকোতে জয়ী হলে বার্সেলোনার সামনে শিরোপা জয়ের দারুণ সুযোগ আসবে। তবে বার্সেলোনা হেরে গেলে রিয়ালের পাশাপাশি অ্যাটলেটিকো মাদ্রিদের লিগ জয়ের সুযোগ বাড়বে।

গত দুটি এল ক্ল্যাসিকোতে রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে। ১৯৭৮ সালের পর টানা তিনটি এল ক্ল্যাসিকো জিততে পারেনি লস ব্ল্যাঙ্কোসরা। দীর্ঘদিনের পুরনো রেকর্ডটা কি এবার স্পর্শ করবে জিদানের দল! তবে অ্যাওয়ে ম্যাচের হিসেবে বার্সেলোনা বেশ এগিয়ে আছে। রিয়ালের মাঠে গত সাতটি এল ক্ল্যাসিকোর মধ্যে পাঁচটিতেই বিজয়ী হয়েছে কাতালানরা। ২০০৮ সালের পর রিয়ালের মাঠে টানা দুই ম্যাচে পরাজিত হয়নি বার্সেলোনা। বার্সেলোনা আজ দারুণ একটা রেকর্ড গড়তে পারে। লা লিগায় গত নয়টি অ্যাওয়ে ম্যাচে বিজয়ী হয়েছে কাতালানরা। আজ জিতলে ১০টি হবে।

সর্বশেষ খবর