সোমবার, ২৮ জুন, ২০২১ ০০:০০ টা

ক্রিকেটে রোমানিয়ার বিশ্বরেকর্ড!

ইউরোপের দেশ রোমানিয়া ফুটবল খেলে এ কথা কারোর অজানা নয়। বিশ্বকাপে রীতিমতো তারা মাঠ কাঁপিয়েছে। ১০ নম্বর জার্সিধারী হ্যাজির নৈপুণ্য এখনো চোখে ভাসে। দেশটি ক্রিকেট খেলে তা হয়ত অনেকেই জানেন না। অথচ আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়ে আলোড়ন তুলেছে রোমানিয়া। বুলগেরিয়ার সোফিয়ায় চলছে চার দেশীয় টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। স্বাগতিক বুলগেরিয়া ছাড়াও খেলছে রোমানিয়া, সার্বিয়া ও গ্রিস। এই টুর্নামেন্টের প্রথম সেমিতে ব্যাটিং তান্ডব চালালেন রোমানিয়ার দুই ওপেনার। শনিবার ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সার্বিয়া ৭ উইকেটে করে ১১৫ রান। জবাবে মাত্র ৩৪ বলেই বিনা উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় রোমানিয়া। ৮৬ বল হাতে রেখেই দুই ওপেনার ১১৬ রান তোলেন।

সর্বশেষ খবর