সোমবার, ৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

মেসিতেই ছুটছে আর্জেন্টিনা

রাশেদুর রহমান

মেসিতেই ছুটছে আর্জেন্টিনা

দিয়েগো ম্যারাডোনা প্রায় এককভাবেই ১৯৮৬ সালে বিশ্বকাপ শিরোপা উপহার দিয়েছিলেন আর্জেন্টিনাকে। লিওনেল মেসিও কী সেই পথেই হাঁটছেন! কোপা আমেরিকায় এবারের আসরে ৫ ম্যাচে ৪টি গোল করার পাশাপাশি সতীর্থদের ৪টি গোলে এসিস্ট করেছেন তিনি। ৫ ম্যাচে দলের ৪ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কোয়ার্টার ফাইনালের চার ম্যাচেই সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন। মেসিও কী একক নৈপুণ্যে দলকে নিয়ে শিরোপার দিকে ছুটছেন!

ব্রাজিলে এবার কোপা আমেরিকা শুরু হতেই লিওনেল মেসিকে ভিন্ন রূপে দেখছেন ফুটবলপ্রেমীরা। একের পর এক অসাধারণ পারফরম্যান্সে কোপা আমেরিকার সব আলো কেড়ে নিয়েছেন মেসি। গতকাল সকালে ব্রাজিলিয়ান শহর গোইয়াসের অলিম্পিক স্টেডিয়ামে আরও একবার ‘মেসি শো’ দেখল ফুটবল দুনিয়া। ম্যাচের শুরুতেই মেসি দারুণ এক সুযোগ পেয়েছিলেন। ইকুয়েডরের গোলরক্ষককে একা পেয়ে দারুণ শট নেন মেসি। তবে বল গোলবারে লেগে ফিরে আসে। গোল মিস করে নিজেই অবাক হয়ে পড়েছিলেন আর্জেন্টাইন তারকা। অবশ্য ৪০ মিনিটেই মেসির পাসে বল পেয়ে গোল করেন আর্জেন্টিনার রডরিগো ডি পল। ৮৪ মিনিটে লটারো মার্টিনেজ মেসির পাসে বল পেয়ে গোল করলে ম্যাচে আর্জেন্টিনার জয় নিশ্চিত হয়ে যায়। অতিরিক্ত মিনিটে ডি বক্সের মাথায় ডি মারিয়াকে ফাউল করে লাল কার্ড দেখেন ইকুয়েডরের পিয়েরো হিনক্যাপি। ফ্রি কিকে বাম পায়ের শটে গোল করেন লিওনেল মেসি। সবমিলিয়ে ক্যারিয়ারে ৫৮টি ফ্রি কিক গোল করলেন এ আর্জেন্টাইন তারকা। আর মাত্র ৪টি ফ্রি কিক গোল করলেই ম্যারাডোনাকে (৬২টি) স্পর্শ করবেন তিনি।

গতকাল ইকুয়েডরের পরিকল্পনা ছিল অদ্ভূত রকমের। লিওনেল মেসিকে আটকে রাখা অসম্ভব ধরে নিয়েই যেন মাঠে নেমেছিল দলটা। প্রায়ই মেসি ছিলেন ফাঁকা। সুযোগের সদ্ব্যবহারও করেছেন মেসি। ইকুয়েডর মেসির ওপর বাড়তি নজরদারি বাদ দিয়ে গোল করার চেষ্টা করছিল! ১০ বার আর্জেন্টিনার গোলমুখে আক্রমণে গিয়ে তারা দুবার অন টার্গেট শট নিয়েছে। কিন্তু মেসি ম্যাজিকে ইকুয়েডরের কোনো কৌশলই কাজে এল না।

ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়ে সংবাদ সম্মেলনে এসে মেসি বললেন, ‘আমি সব সময়ই বলি, ব্যক্তিগত অর্জন নয়, আমরা এখানে এসেছি ভিন্ন কিছুর জন্য (শিরোপা জিততে)। আমি এই দলের (আর্জেন্টিনা) প্রত্যেককে অভিনন্দন জানাতে চাই। এখানে সবাই কঠোর পরিশ্রম করছে।’ সেমিফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হবে কলম্বিয়ার। মেসি বললেন, ‘আমাদের বিশ্রামের বেশি সুযোগ নেই।’ সামনের কঠিন ম্যাচের প্রস্তুতি নিতে শুরু করেছেন মেসিরা। কোপা আমেরিকায় তিনবার ফাইনাল খেলেছেন তিনি। এবারে কী সফল হতে পারবেন মেসি!

সর্বশেষ খবর