বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

আইচের সেঞ্চুরিতে টাইগার যুবাদের সিরিজ জয়

ক্রীড়া প্রতিবেদক

আইচের সেঞ্চুরিতে টাইগার যুবাদের সিরিজ জয়

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেটি ছিল লো স্কোরিং। ম্যাচটি জিততে ঘাম ঝরিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সাহসী ব্যাটিং করে টাইগার যুবাদের জয় উপহার দিয়েছিলেন আইচ মোল্লা। গতকাল ১২১ রানের পর্বতসমান জয়ে দারুণ ব্যাটিং করেছেন আইচ। তার তিন অংকের জাদুকরী ইনিংস ও বাঁ হাতি স্পিনার নাইমুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে ২ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগার যুবারা। ম্যাচসেরা আইচ মোল্লা খেলেন ১০৮ রানের ইনিংস এবং নাইমুর ১৭ রানের খরচে নেন ৫ উইকেট। আগের ম্যাচেও ৪ উইকেট নিয়েছিলেন নাইমুর।

৬ রানে ২ উইকেটের পতনের পর ব্যাটিংয়ে নামেন আইচ। মফিজুলকে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে ৬১ রান যোগ করে বিপর্যয় রোধ করেন। চতুর্থ উইকেট জুটিতে ৫৩, পঞ্চম জুটিতে ৩৩ ও ষষ্ঠ জুটিতে আইচ যোগ করেন ৪৯ রান। আইচ ১০৮ রানের নান্দনিক ইনিংস খেলে সাজঘরে ফিরেন দলীয় ৪৯ ওভারের প্রথম বলে। ইনিংসটি খেলেন ১৩০ বলে ৮ চার ও ৪ ছক্কায়। লেট অডারে আব্দুল্লাহ আল মামুন ৩২ রানে অপরাজিত থাকেন ২০ বলে ১ চার ও ৩ ছক্কায়। আইচের সেঞ্চুরিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯-এর সংগ্রহ ৫০ ওভারে ৬ উইকেটে ২২২ রান। টার্গেট ২২৩। নাইমুরের বাঁ হাতের ঘূর্ণিতে ধারাবাহিকভাবে উইকেট হারিয়ে ৩৯.৪ ওভারে ১০১ রানে গুটিয়ে যায় আফগান যুবারা। দলটির পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন বিলাল সাইদি। নাইমুর ১৭ রানের খরচে নেন ৫ উইকেট। তার স্পেল ছিল ৭.৪-১-১৭-৫। আগের ওয়ানডেতে নাইমুরের স্পেল ছিল ১০-৪-১৪-৪। 

সর্বশেষ খবর