হাঁটুর ইনজুরিতে খেলেননি লিওনেল মেসি। দলের সবচেয়ে বড় তারকা না থাকলেও ছিলেন নেইমার, কিলিয়ান এমবাপ্পে, অ্যাঞ্জেল ডি মারিয়ার মতো তারকা ফুটবলার। যারা নিজ নিজ দিনে একাই জয় দলকে উপহার দেওয়ার ক্ষমতা রাখেন। পরশু রাতে লিগ ওয়ানে মেসের বিপক্ষে এসব তারকা ফুটবলাররা ছিলেন নি®প্রভ। ছায়া হয়ে খেলেছেন। তাই পয়েন্ট টেবিলের শীর্ষ দলটিকে জয় পেতে অপেক্ষা করতে হয়েছে শেষ পর্যন্ত। অপেক্ষায় থাকতে হয়েছে রক্ষণভাগের অতন্দ্র প্রহরী মরোক্কোর আশরাফ হাকিমির জোড়া গোলের। খেলার শেষে যোগ করা সময়ে হাকিমির গোলে ২-১ ব্যবধানে জয় পেয়ে শতভাগ অপরাজিত রয়েছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। আগের ম্যাচেও অলিম্পিক লিও’র বিপক্ষে শেষ সময়ের গোলে ২-১ ব্যবধানে জিতেছিল পিএসজি। ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে সবার উপরে পিএসজি। দুইয়ে থাকা অলিম্পিক মার্সেইর পয়েন্ট ৬ ম্যাচে ১৪। তিনে অজির পয়েন্ট ৭ ম্যাচে ১২।
মেসে বিপক্ষে টানা ১ জয়ের ম্যাচে কষ্টার্জিত জয় পেলেও নিয়ন্ত্রণ ছিল পিএসজির। বল দখল ছিল ৭৪ শতাংশ। গোলে শট নেয় ১৫টি। বিপরীতে মেসের শট ছিল ৬টি। তবে মেস দ্বিতীয়ার্ধ ১০ জনে খেলেছে। তাদের কোচও লাল কার্ড পেয়ে মাঠ থেকে বহিষ্কার হন।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        