শনিবার, ১৬ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ধোনীর চেন্নাই চ্যাম্পিয়ন

ক্রীড়া ডেস্ক

পারল না সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। পারল না আইপিএলে তৃতীয় শিরোপা উৎসবে মেতে উঠতে। গতকাল চেন্নাই সুপার কিংসের শিরোপা উৎসবের মধ্য দিয়ে পর্দা নেমেছে আইপিএলের ১৪ নম্বর আসরের। আইপিএলের এবারের আসরের প্রথম পর্ব করোনার সময় ভারতে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে মরু রাজ্য সংযুক্ত আরব আমিরাতে। আইপিএল শেষেই আগামীকাল শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। টেস্ট ও সহযোগীসহ মোট ১৬ দেশ অংশ নেবে আসরে। দুবাই স্টেডিয়ামে গতকাল ফাইনালে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেটে ১৯২ রান করে চেন্নাই সুপার কিংস। ২৭ রানে জয়ী চেন্নাইয়ের সর্বোচ্চ ৮৬ রান করেন ফাপ ডু প্লেসিস ৫৯ বলে ৭ চার ও ৩ ছক্কায়। শেষ দিকে মঈন আলি ৩৭ রানে অপরাজিত থাকেন ২০ বলে ২ চার ও ৩ ছক্কায়। ১৯৩ রানের টার্গেটে কলকাতার দুই ওপেনার শুভম গিল ও শ্রেয়াস আইয়ার ১০.৪ ওভারে ৯১ রানের ভিত দেন। গিল ৫১ রান করেন ৪৩ বলে ৬ চারে এবং আইয়ার ৫০ রান করেন ৩২ বলে ৫ চার ও ৩ ছক্কায়। চেন্নাই ২০১০, ২০১১ ও ২০১৮ সালের পর চতুর্থ শিরোপা উৎসবে মেতে ওঠে  কলকাতাকে ৯ উইকেটে ১৬৫ রানে আটকে রেখে। দুই দল ২০১২ সালে আরও একবার ফাইনাল খেলেছিল। সেবার চেন্নাইয়ের ৩ উইকেটে ১৯০ রান টপকে গিয়েছিল কলকাতা ২ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে। আইপিএলে সবচেয়ে ৫ বার চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। চেন্নাই ৪ বার চ্যাম্পিয়ন হয়েছে।

সর্বশেষ খবর