শনিবার, ৩০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ইতালিতে খেলতে পারছেন না এরিকসেন

ইতালিতে খেলতে পারছেন না এরিকসেন

গত ইউরো কাপে ফিনল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে ডেনমার্কের তারকা ফুটবলার এরিকসেন মাঠেই লুটিয়ে পড়েছিলেন। মাঠেই তাকে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে শরীরে বসানো হয় একটি ছোট ইলেকট্রনিক ডিভাইস আইসিডি। এ ডিভাইস কার্ডিয়াক অ্যারেস্ট প্রতিরোধ করে হৃদস্পন্দন স্বাভাবিক রাখার কাজ করে। এতেই দেখা দিয়েছে বিপত্তি। ইন্টার মিলানের জার্সিতে তিনি ইতালিতে আর ফুটবল খেলতে পারছেন না। দেশটির ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল সাইন্টিফিক কমিটির সদস্য ফ্রান্সেসকো ব্রাকোনারি আগেই জানিয়েছিলেন, এরিকসেনের শরীর থেকে আইসিডি ডিভাইস সরানো না হলে তাকে খেলতে দেওয়া হবে না।

এবার ইন্টার মিলানও জানিয়ে দিল, ইতালির মেডিকেল কর্তৃপক্ষের নির্দেশনায় চলতি মৌসুমে ফুটবল থেকে দূরে থাকতে হচ্ছে এরিকসেনকে। এমনকি তারা এই ড্যানিশকে ছেড়ে দিতেও রাজি আছে।

সর্বশেষ খবর