বুধবার, ৩ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

স্পোর্টিং উইকেটের আকুতি!

ক্রীড়া প্রতিবেদক, আবুধাবি থেকে

বিশ্বকাপের আগেই বাংলাদেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে সিরিজে হারিয়েছে। সেই দলটাই কিনা বিশ্বকাপে এসে খাবি খাচ্ছে। টানা চার ম্যাচে হেরেছে। শুধু তাই নয়, প্রথম রাউন্ডের ম্যাচে স্কটল্যান্ডের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে হেরেছিল বাংলাদেশ। এমনকি আমিরাতে এসে দুটি প্রস্তুতি ম্যাচেও জিততে পারেনি লাল-সবুজরা।

বাংলাদেশের এই ব্যর্থতার পেছনে কোনো রহস্য নেই। কারণ, ঘরের মাঠে বাংলাদেশ খেলেছে নিজেদের পছন্দের স্পিন সহায়ক লো উইকেটে। আর বিশ্বকাপের উইকেট হচ্ছে ‘স্পোর্টিং উইকেট’। এখানে সবার জন্য সমান সুবিধা। এখন ঘরের মাঠেও ‘স্পোর্টিং উইকেট’ বানানোর আকুতি জানান ক্রিকেটাররা। কাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারার পর পেসার তাসকিন আহমেদ বলেন, ‘এখানকার উইকেট অনেক স্পোর্টিং। মিরপুরের চেয়ে অনেক ভিন্ন। ভবিষ্যতে বাংলাদেশে আরও ভালো উইকেটে  খেলা হলে আমাদের বোলিং-ব্যাটিং দুটাই আরও উন্নত হবে। যত ভালো উইকেটে খেলা হবে  বোলারদের তত চ্যালেঞ্জ বাড়বে। এতে আমাদের সবারই আরও উন্নতি হবে। ভবিষ্যতে ভালো উইকেটে  খেললে ফলাফল যাই হোক, বড় ইভেন্টগুলোতে সুবিধা হবে আশা করছি।’

তবে কেবল উইকেটই বাংলাদেশের ব্যর্থতার জন্য দায়ী নয়। ক্রিকেটাররাও নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হচ্ছেন বলে মনে করেন তাসকিন, ‘আমরা সামর্থ্য অনুযায়ীও খেলতে পারিনি, এটা সত্যি। হ্যাঁ অনেকের চেয়ে টি-২০তে আমরা পিছিয়ে।

কিন্তু  যে সামর্থ্য বা সক্ষমতা আমাদের আছে সেই অনুযায়ীও  খেলতে পারিনি। সামর্থ্য অনুযায়ী খেললে এত বাজে হতো না। এর চেয়ে ভালো পারফরম্যান্স আশা করাই যায়।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর