শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

চাপ নেই আছে চ্যালেঞ্জ

মেজবাহ্-উল-হক

চাপ নেই আছে চ্যালেঞ্জ

টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে কী বলছেন বিশেষ দায়িত্বপ্রাপ্ত বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন - রোহেত রাজীব

পাকিস্তানের বিরুদ্ধে কঠিন ম্যাচ। টি-২০ সিরিজ শুরু হচ্ছে আজ। কিন্তু কাল সংবাদ সম্মেলনে প্রধান আলোচ্য বিষয় ছিল মুশফিকুর রহিমের প্রসঙ্গ। মিস্টার ডিপেন্ডেবলকে কি বাদ দেওয়া হয়েছে, নাকি পাঠানো হয়েছে বিশ্রামে! বিষয়টি নিয়ে ধোঁয়াশা থাকছেই।

দল ঘোষণার সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেন, টেস্টের জন্যই টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিককে। কিন্তু যে সিরিজে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নেই, ড্যাসিং ওপেনার তামিম ইকবাল খেলতে পারছেন না চোটের কারণে। নেই মোহাম্মদ সাইফুদ্দিনের মতো গুরুত্বপূর্ণ অলরাউন্ডারও। এমন এক সিরিজে মুশফিককে বিশ্রামে পাঠানো কতটা যৌক্তিক!

তা ছাড়া মুশফিক নিজেই মনে করছেন, তাকে বিশ্রাম নয়- বাদই দেওয়া হয়েছে?

তাই কাল শুরুতেই ক্যাপ্টেন মাহমুদুল্লাহর সামনে উপস্থাপন করা হয় মুশফিকের প্রসঙ্গটি। এমন প্রশ্ন যে উঠতে পারে তা আগেই আঁচ করতে পেরে বার বার এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন, ‘এটা টিম ম্যানেজমেন্টের কাউকে প্রশ্ন করলে সম্ভবত ভালো হবে।’

দল থেকে বাদ পড়ার পর টিম ম্যানেজমেন্টের উদ্দেশ্য মুশফিক বলেছিলেন, ‘একটু খোলামেলা কথা বললে ভালো হয়। আমাকে জিজ্ঞেস করা হলো যে, এই সিরিজে আমি অ্যাভেইল্যাবল কিনা, এরপর হুট করে...। তখনো যদি তারা বলতেন  যে, বাইরে রাখার চিন্তা করছেন, তাহলে অন্যভাবে পরিকল্পনা করতে পারতাম। কিন্তু সবকিছু শেষে হুট করেই বলা হলো। এখন (টেস্টের জন্য) প্রস্তুতি নেওয়া কঠিন।’

‘উইকেট ভালোই মনে হলো। আমি আশা করি, ভালো হবে। হ্যাঁ, এটা অবশ্যই ওয়ার্ল্ড কাপের পর আমাদের বড় একটা চ্যালেঞ্জ। এই সিরিজে ভালো ক্রিকেট খেলার এবং সামর্থ্যরে প্রমাণ দেওয়ার জন্য ভালো একটা সুযোগ।’

টিম ম্যানেজমেন্টের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছেন অধিনায়ক। দলে কারা থাকবেন -তা নিয়ে ক্যাপ্টেনের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়! সাধারণ প্রক্রিয়া এটাই। কিন্তু মুশফিকের ব্যাপারে কিছুই বলতে চান না মাহমুদুল্লাহ। তাকে দেখে মনে হচ্ছিল, বিষয়টি নিয়ে তিনি যেন খুবই বিব্রতবোধ করছেন। মুশফিকের বক্তব্য নিয়ে বললেন, ‘দেখেন, মুশফিক কি বলেছে আমি নিজেও জানি না। আগে দেখি, তারপর সম্ভবত এ নিয়ে কিছু বলতে পারব।’

সিদ্ধান্তের বিষয়টা টিম ম্যানেজমেন্টের ওপর চাপিয়ে দিলেন ক্যাপ্টেন, ‘আসলে এটা পুরোটাই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। আমি নিজে এ মুহূর্তে আসলে এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না। তবে এতটুকু বলতে পারি যে আমরা অবশ্যই মুশফিককে মিস করতে যাচ্ছি।’

তবে দলে যে এলো বা গেল, তার চেয়েও বড় বিষয় দলটি ‘বাংলাদেশ’। জিতলে বাংলাদেশ জিতবে, হারলে বাংলাদেশ হারবে। কিন্তু তরুণনির্ভর এই দলটি পাকিস্তানের মতো দুর্দান্ত ফর্মে থাকা দলটিকে চ্যালেঞ্জ জানানোর জন্য কতটা প্রস্তুত? অভিজ্ঞ দলটির বিরুদ্ধে তরুণ এই দল নিয়ে লড়াই করা কতটা কঠিন? মাহমুদুল্লাহ জানালেন, ‘ইয়াং টিম, কিছুটা চ্যালেঞ্জিং তো হবেই। তবে চাপের কিছু নেই এতে। এটা চ্যালেঞ্জিং একটা সিরিজ হবে। আমি পার্টিকুলারলি বিশ্বাস করি টি-২০ এমন একটা খেলা যেখানে আপনার সেরা একাদশ থাকে ও উইকেট ভালো থাকে তাহলে ভালো কিছু আশা করতে পারেন আপনি।’

বিশ্বকাপের আগে এই মিরপুরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে সিরিজে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের কাছে হেরে যাওয়ার পর দুই দেশ তো বিশ্বকাপের ফাইনাল খেলল। অথচ সেই আসরে বাংলাদেশ সবচেয়ে বাজে পারফর্ম করল। মিরপুরের উইকেট যে ‘হট কেক’ তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু এবার পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের উইকেট কেমন? মাহমুদুল্লাহ জানালেন, ‘উইকেট ভালোই মনে হলো। আমি আশা করি, ভালো হবে। হ্যাঁ, এটা অবশ্যই ওয়ার্ল্ড কাপের পর আমাদের বড় একটা চ্যালেঞ্জ। এই সিরিজে ভালো ক্রিকেট খেলার এবং সামর্থ্যরে প্রমাণ দেওয়ার জন্য ভালো একটা সুযোগ।’

এই সিরিজের আগে বিশ্বকাপের ভরাডুবি নিয়ে কিছু বলতে চান না মাহমুদুল্লাহ। তবে পাকিস্তানের বিরুদ্ধে সমর্থকদের প্রত্যাশা পূরণ করে বিশ্বকাপের ব্যর্থতা ভুলিয়ে দিতে চান। ক্যাপ্টেন বলেন, ‘বিশ্বকাপে প্রত্যাশা কি রকম ছিল এটা আমরা জানি। কিন্তু আমরা প্রত্যাশা পূর্ণ করতে পারিনি। আমি বিশ্বাস করি যে, আমাদের বাংলাদেশ টিমের জন্য শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই সিরিজে ভালো শুরু করব।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর