এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে টানা চার পরাজয়ে বিদায় নিল বাংলাদেশ। গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৬-২ গোলে হেরেছেন আশরাফুল ইসলামরা। শেষ চারের লড়াইয়ে মুখোমুখি হবে ভারত-জাপান ও পাকিস্তান-দক্ষিণ কোরিয়া।
গতকাল ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। ১৩তম মিনিটে আরশাদ হোসেনের ফিল্ড গোলে স্বপ্ন দেখতে শুরু করেছিল সমর্থকরা। কিন্তু এক মিনিট পরই স্বপ্ন ভেঙে যায়। আহমেদ নাদিমের ফিল্ড গোলে সমতায় ফিরে পাকিস্তান। এরপর দ্বিতীয় কোয়ার্টারে আরও তিনটি গোল করে তারা। ১৮তম মিনিটে অ্যাজাজ আহমেদ, ২৪তম মিনিটে আফরাজ ও ২৬তম মিনিটে আহমেদ নাদিম গোল করেন। তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ ১টি গোল শোধ করলেও পাকিস্তান আরও দুটি গোল করে। আরশাদ হোসেন ৩৫তম মিনিটে ফিল্ড গোল করেন। পাকিস্তানের পক্ষে ৩৪তম মিনিটে মোহাম্মদ রাজ্জাক ও ৩৮তম মিনিটে অ্যাজাজ আহমেদ গোল করেন।
এদিকে গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত ৬-০ গোলে হারিয়েছে জাপানকে। ভারতের পক্ষে দুটি গোল করেছেন হরমনপ্রীত। এছাড়াও ১টি করে গোল করেছেন দিলপ্রীত, জারমনপ্রীত, সুমিত ও শামশের। এ জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল ভারত। সেমিফাইনালে তারা এই জাপানেরই মুখোমুখি হবে। জাপান ৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে। ভারত ও পাকিস্তান আবারও ফাইনালে মুখোমুখি হতে পারে। গত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে দুই দল মুখোমুখি হয়েছিল। তবে সেবার অতিরিক্ত বৃষ্টির কারণে ফাইনাল পরিত্যক্ত হলে দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।