শুক্রবার, ৬ মে, ২০২২ ০০:০০ টা

হারের কথা কখনো ভাবিনি

আনচেলোত্তি

হারের কথা কখনো ভাবিনি

ইউরোপের সেরা কোচ এখন বলাই যায় কার্লোস আনচেলোত্তিকে। ইউরোপের ৫টি বড় লিগের শিরোপা জিতেছেন। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও। বুধবার রাতে বার্নাব্যুতে আনচেলোত্তির শিষ্যরা ঘুরে দাঁড়ানোর যে গল্প লিখেছেন ম্যানচেস্টার সিটির বিপক্ষে, শুধু কল্পনাতেই সম্ভব। ফাইনালে উঠার প্রথম লেগে ম্যান সিটির কাছে ৪-৩ গোলে হেরেছিল ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল। দ্বিতীয় লেগেও ০-১ গোলে পিছিয়েছিল। এরপরই ইতিহাস। ৩-১ গোলে ম্যাচ জিতে ২৮ মে প্যারিসের ফাইনালে লিভারপুলের প্রতিপক্ষ হয়েছে। পিছিয়ে পড়লেও হারের কথাও একবার মাথায় আসেনি রিয়াল কোচ আনচেলোত্তির, ‘ম্যাচ যখন শেষ হওয়ার খুব কাছে, তখনই আমরা নিজেদের প্রাণশক্তি ফিরে পাই। ’খুব শক্তিশালী একটি দলের বিপক্ষে দারুণ ম্যাচ খেলেছি আমরা। আমাদের জন্য কাজটা কঠিন ছিল, যখন সিটির নিয়ন্ত্রণে ছিল ম্যাচ। তবে শেষ সময়ের সুযোগগুলো কাজে লাগিয়ে আমরা অতিরিক্ত সময়ে নিতে পেরেছি ম্যাচে। ম্যাচে ফিরেই আমরা মানসিকভাবে এগিয়ে যাই। অতিরিক্ত সময়ে আমরাই ছিলাম সেরা। সত্যি বলতে ম্যাচ থেকে ছিটকে পড়ার কথা কখনো ভাবিনি।’

 

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর