বুধবার, ১ জুন, ২০২২ ০০:০০ টা

ইন্দোনেশিয়ায় বাংলাদেশের অন্যরকম দিন

ক্রীড়া প্রতিবেদক

ইন্দোনেশিয়ায় বাংলাদেশের অন্যরকম দিন

সংবাদ সম্মেলনে জামাল ভূঁইয়া

আন্তর্জাতিক পর্যায়ে এক দিনে বাংলাদেশের দুই খেলার রেকর্ড রয়েছে। কিন্তু দেশের বাইরে একই জায়গায় বড় দুই খেলায় লড়েছে এমনটি কখনো ঘটেনি। আজ তা প্রথমবারের মতো হতে যাচ্ছে। ইন্দোনেশিয়ার জাকার্তায় বাংলাদেশ আজ হকি ও ফুটবলে আন্তর্জাতিক ম্যাচ খেলবে। দুপুর সাড়ে ১২টায় হকিতে শক্তিশালী প্রতিপক্ষ পাকিস্তানের বিপক্ষে লড়বে। সন্ধ্যা ৭টায় ফুটবলে দেখা হবে স্বাগতিক ইন্দোনেশিয়ার সঙ্গে। দুটোই আন্তর্জাতিক স্বীকৃত ম্যাচ। তবে হকির গুরুত্ব আলাদা। হিরো এশিয়া কাপে পঞ্চম স্থানের লক্ষ্যে পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। পাকিস্তানের কাছে এ টার্গেট মামুলি। কেননা তাদের শুধু এশিয়া কাপ নয়, বিশ্বকাপ ও অলিম্পিকে একাধিকবার সোনা জয়ের রেকর্ড রয়েছে।

বাংলাদেশের কাছে পঞ্চম হওয়াটা আবার স্বপ্নের। ১৯৮২ সাল থেকে এশিয়া কাপ হকি খেললেও বাংলাদেশ কখনো পঞ্চম স্থান দখল করেনি। ছয়ে থাকায় বড় প্রাপ্তি। পঞ্চম হওয়ার চেয়ে বড় এক হাতছানি দিচ্ছে আশরাফুলদের। ফুটবল ও ক্রিকেটে বাংলাদেশ জয় পেলেও হকিতে কখনো হারাতে পারেনি পাকিস্তানকে। ১৯৮৫ সালে ০-১ গোলে হারাটাই বড় কৃতিত্ব। এশিয়া কাপে শিরোপা বাংলাদেশের কাছে স্বপ্ন হয়ে আছে। কিন্তু পাকিস্তানকে আজ হারাতে পারলে তা হবে শিরোপা জয়ের মতোই।

ফুটবলে অবশ্য প্রতিযোগিতা নয়। ফিফা স্বীকৃত আন্তর্জাতিক ম্যাচ খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে। ফিফা র‌্যাংকিংয়ে বেশ কয়েক ধাপ এগিয়ে স্বাগতিকরা। বাংলাদেশ এ ম্যাচ জিতেই মালয়েশিয়ায় উড়তে চায়। সেখানে ৮ জুন শুরু হবে এশিয়া কাপের বাছাই পর্ব।

সর্বশেষ খবর