কক্সবাজার জেলা প্রশাসক বসুন্ধরা গ্রুপ গোল্ডকাপ ফুটবলে চকরিয়া একাদশের কাছে ৪ গোল হজম করে বিদায় নিল উখিয়া ফুটবল টিম। তবে শেষ চেষ্টায় ১ গোল পরিশোধ করে দলটি।
ম্যাচের শুরু থেকে ভাগ্য চকরিয়া ফুটবল টিমের অনুকূলে ছিল। দুর্দান্ত খেলে হাফ টাইমের আগেই লিড নেয় তারা।
ম্যাচের দ্বিতীয়ার্ধ্বে উখিয়ার দখলে বল বেশি থাকলেও ভাগ্য তাদের ধরা দেয়নি। একে একে ৩ গোল হজম করে জয়ের আশা হারিয়ে ফেলে খেলোয়াড়রা। দলটির ১১ নম্বর জার্সিধারী খেলোয়াড় শাহেদ দুর্দান্ত খেলে ম্যাচসেরা হলেও দলকে জয় এনে দিতে না পারার আক্ষেপ থেকে গেল তার।
উখিয়া-চকরিয়া ম্যাচের মধ্যদিয়ে শেষ হলো টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ। আজ বিকালে মুখোমুখি হবে রামু উপজেলা ফুটবল একাদশ ও কুতুবদিয়া উপজেলা ফুটবল একাদশ।