শনিবার, ৪ জুন, ২০২২ ০০:০০ টা

লর্ডসের দ্বিতীয় দিন নিউজিল্যান্ডের

ফিল্ডিং করলেন রবিন

আ স ম মাসুম, যুক্তরাজ্য

লর্ডসের দ্বিতীয় দিন নিউজিল্যান্ডের

রবিন দাস (ডানে)

‘ভালো লাগছে ব্রিটিশ-বাংলাদেশি ক্রিকেটারদের ইংল্যান্ডের সর্বোচ্চ পর্যায়ে খেলতে দেখে। আশা করব ভবিষ্যতে রবিন ইংল্যান্ডের হয়েও খেলবে।’

লর্ডস টেস্টের দ্বিতীয় দিন নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড। নিজেদের করে নিয়েছেন দুই ব্ল্যাক ক্যাপস ব্যাটার ড্যারেন মিচেল ও টম ব্লান্ডেল। ৫৬ রানে ৪ উইকেট হারানোর পর দুজনে পঞ্চম উইকেটে জুটিতে  যোগ করেন ১৮০ রান। মিচেল অপরাজিত ৯৭ এবং ব্লান্ডেল ৯০ রানে। দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৩৬ রান। আজ তৃতীয় দিন ২২৭ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নামবেন ব্ল্যাক ক্যাপসরা। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ১৩২ রান। স্বাগতিক ইংল্যান্ডের সংগ্রহ ১৪১ রান।

টেস্টে ইংল্যান্ডের হয়ে ফিল্ডিং করেছেন বাংলাদেশের ছেলে রবিন দাস। ম্যাচের প্রথম ইনিংসের ৩৮ ওভারে বদলি ফিল্ডার হিসেবে নামেন। তবে রবিন ইংল্যান্ড স্কোয়াডে ছিলেন না। টেস্টে অনেক সময় ফিল্ডার অসুস্থ হয়ে পড়লে এবং তখন স্কোয়াডের অন্য কেউ নামার জন্য প্রস্তুত না থাকলে বাইরের কাউকে এনে ফিল্ডিং করানো যায়। এ সুযোগটাই পেয়েছেন রবিন। স্টুয়ার্ট ব্রডের পরিবর্তে ফিল্ডিংয়ে নেমে মাত্র চার বল মাঠে ছিলেন। রবিন যখন মাঠে নামেন তখন স্কোয়াডের অন্য দুই সদস্য হ্যারি ব্রুকস ও ক্রেগ ওভারটন অতিরিক্ত ফিল্ডার হিসেবে মাঠেই ছিলেন। এমন সময়  ব্রড অস্বস্তি বোধ করায় ওঠে যান। তখন বাড়তি ফিল্ডারের দরকার পড়ে। তাই স্কোয়াডের বাইরে থেকেও ফিল্ডিং করতে নামেন রবিন। ২০ বছর বয়সী সুনামগঞ্জের এ ক্রিকেটার কাউন্টি দল এসেক্সের হয়ে একটি টি-২০ ম্যাচ খেলেছেন। দলটির অনূর্ধ্ব-১৬ দলের হয়ে একটি ডাবল সেঞ্চুরিও আছে। টেমস নদীর পাড়ে ‘মেমসাহেব’ নামে রবিনের বাবা মৃদুল কান্তির একটি রেস্টুরেন্ট আছে।  ছেলে ইংল্যান্ড দলের হয়ে ফিল্ডিং করতে নামায় উচ্ছ্বসিত তিনি, ‘অবশ্যই খুশি। তার আরও অনেক দূর যাওয়ার সুযোগ আছে।’ রবিনের জন্ম ইংল্যান্ডের লেটনস্টোনে। বাবার জন্ম বাংলাদেশের সুনামগঞ্জ শহরের উকিলপাড়ায়। রবিন পড়াশোনা করেছেন ব্রেন্টউড স্কুলে। এসেক্সের দ্বিতীয় একাদশে খেলেন রবিনের বড় ভাই জয় দাস। তিনি উইকেটরক্ষক। ইংল্যান্ড দলের হয়ে ফিল্ডিং করায় এসেক্সের ক্রিকেট বোর্ডের ডিরেক্টর জাওয়ার আলী বলেছেন, ‘ভালো লাগছে ব্রিটিশ-বাংলাদেশি ক্রিকেটারদের ইংল্যান্ডের সর্বোচ্চ পর্যায়ে খেলতে দেখে। আশা করব ভবিষ্যতে রবিন ইংল্যান্ডের হয়েও খেলবে।’

সর্বশেষ খবর