শনিবার, ২৫ জুন, ২০২২ ০০:০০ টা

অবশেষে বিশ্রামে মুমিনুল ফিরলেন এনামুল

ক্রীড়া প্রতিবেদক

অবশেষে বিশ্রামে মুমিনুল ফিরলেন এনামুল

৪৬ রানের ইনিংস খেলার পথে পয়েন্টে উড়িয়ে মারছেন তামিম ইকবাল

গত ৯ ম্যাচে নেই কোনো দুই অঙ্কের রান। সর্বশেষ পঞ্চাশোর্ধ্ব ইনিংস (৮৮) খেলেছিলেন বছরের শুরুতে মাউন্ট মঙ্গানুইয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে মুমিনুল হকের ওই ইনিংসটির গুরুত্ব ছিল ভীষণ। এরপর হঠাৎ ছন্দ হারিয়ে ফেলেন। ছন্দ হারানোয় দেশের একমাত্র স্পেশালিস্ট টেস্ট ব্যাটার মুমিনুলের সর্বশেষ ৯ ইনিংসে নেই কোনো দুই অঙ্কের রান। ৯ ইনিংসে রান ৩.১১, গড়ে ২৮। ৫৪ টেস্ট খেলা মুমিনুলের সেঞ্চুরি ১১টি। যা দেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি। রান করতে না পেরে অনেকটা বাধ্য হয়ে দলের নেতৃত্বও ছাড়েন তিনি। সাবেক অধিনায়ককে বিশ্রামে রেখে গতকাল সেন্ট লুসিয়া টেস্ট খেলতে নামে বাংলাদেশ। শুধু মুমিনুল নন, রোটেশন পলিসির জন্য বিশ্রাম দেওয়া হয়েছে ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানকে। দুজনের জায়গায় একাদশে ফিরেছেন এনামুল হক বিজয় ও বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক মুমিনুলের। ৫৪ টেস্টের ১০০ ইনিংসে ৩,৫২৯ রান করা সাবেক অধিনায়ক প্রথম বাদ পড়েন ২০১৭ সালে, বাংলাদেশের শততম টেস্টে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টেও সুযোগ পাননি। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে ফেরেন। এরপর টানা ৩১ টেস্ট খেলে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো বাদ পড়েন সেন্ট লুসিয়ায়। তার জায়গায় সুযোগ পাওয়া ডান হাতি ব্যাটার এনামুল রয়েছেন দারুণ ছন্দে। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে ১১৩৯ রান করেছেন। টেস্ট একাদশে সুযোগ পেয়েছেন ৮ বছর পর। ২০১৪ সালে সর্বশেষ টেস্ট খেলেছিলেন যে সেন্ট লুসিয়ায়, সেখানেই ফিরেছেন। গতকাল তামিম ইকবালের বিদায়ের পর ব্যাটিংয়ে নেমেছেন এনামুল। শরিফুল ফিরেছেন ফিটনেস পরীক্ষায় উতরে। ইনজুরির জন্য ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট খেলেননি। ড্যারেন স্যামি স্টেডিয়ামে গতকাল টস হেরে ব্যাটিংয়ে নেমে লাঞ্চ বিরতিতে যায় সাকিব বাহিনী দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও তামিমের উইকেট হারিয়ে। জয়কে ব্যক্তিগত ১০ রানে বোল্ড করেন অভিষিক্ত পেসার অ্যান্ডারসন ফিলিপ। দলীয় ৬৮ রানে সাজঘরে ফেরেন তামিম। ব্যক্তিগত ৪৬ রানে আলঝারি জোশেপের বলে পয়েন্টে ব্ল্যাকউডকে ক্যাচ দেন টাইগার ওয়ানডে অধিনায়ক। এরপর নাজমুল শান্ত ও এনামুল বিজয় লাঞ্চ বিরতিতে যান। এই রিপোর্ট লেখা পর্যন্ত ব্যাটিং বিপর্যয়ে  পড়েছে বাংলাদেশ। স্কোর বোর্ডে ৬ উইকেটে ১৩৮। লিটন ১৭ ও  নুরুল হাসান ৭ রানে আউট হয়েছেন। টাইগার ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি সময় বিরতি নিয়ে এনামুল টেস্টে ফেরেন। ২০১৪ সালে সর্বশেষ খেলেছিলেন। ২০২২ সালে ফিরেছেন ৮ বছর পর। টেস্ট খেলতে নেমে ২৩ রানে সাজঘরে ফেরেন। নাজমুল শান্ত ২৬ রান করেন।

সর্বশেষ খবর