রবিবার, ২৬ জুন, ২০২২ ০০:০০ টা

আজও কি সাবিনাদের গোল উৎসব

মালয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেটে বাংলাদেশ প্রতিপক্ষকে হোয়াটাইওয়াশ বা বাংলাওয়াশ করেছে বেশ ক’বার। ফুটবলে তা সুযোগ হয়নি। আসলে জনপ্রিয় এ খেলার সিরিজ থাকে কমই। মূলত টুর্নামেন্টেই অংশ নিয়ে থাকে বাংলাদেশ। এবার সেই সুযোগ এসেছে। তবে পুরুষ নয় নারী ফুটবলাররা প্রতিপক্ষকে বাংলাওয়াশের অপেক্ষায়। ফিফা আন্তর্জাতিক প্রীতিম্যাচে প্রথমটিতে মালয়েশিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে। সাবিনা খাতুনরা আজ জিতলেই বাংলাওয়াশের কৃতিত্ব অর্জন করবে। ড্র হলেও সিরিজ জিতবে কিন্তু হোয়াইটিওয়াশ হবে না। মালয়েশিয়া জিতে গেলে তখন সিরিজ ড্র হবে।

মালয়েশিয়া র‌্যাঙ্কিং ও শক্তির দিক দিয়ে অনেক এগিয়ে। তবুও সাবিনা, আাঁখি, মারিয়ারাদের সাহসী খেলার কাছে পাত্তাই পায়নি তারা। বাংলাদেশ যেন মালয়েশিয়াকে নিয়ে ছেলেখেলা খেলেছে। নারী ফুটবলে বয়সভিত্তিক টুর্নামেন্টে সাফল্য এলেও জাতীয় দল সেভাবে পেরে উঠছিল না। শেষ পর্যন্ত র‌্যাঙ্কিংয়ে ৬১ ধাপ এগিয়ে থাকা দেশকে বিধ্বংস করে দেশকে ইতিহাস সেরা জয় উপহার দিলেন। এমন সহজ জয়ের পর অনেকে বিস্ময় প্রকাশ করেন। এমন কি কেউ কেউ সন্দেহ প্রকাশ করেন মালয়েশিয়ার আসল দল এসেছে কি না!

অধিনায়ক সাবিনা খাতুন উত্তরও দিয়েছেন দারুণ। বলেছেন, মালয়েশিয়া আগের জায়গায় আছে। বড় জয়ে প্রমাণ মিলেছে আমরা এগিয়ে গেছি। আজও জয় ধরে রাখতে চান তিনি। বললেন, প্রথম জয়ের পর আত্মবিশ্বাস স্বাভাবিক বেড়ে গেছে। সেরাটা দিয়েই জয় ধরে রাখতে চাই। মালয়েশিয়াকে হালকা করে দেখার উপায় নেই। অচেনা পরিবেশে ওরা প্রথম ম্যাচ খেলেছে। দ্বিতীয় ম্যাচে ওরা আমাদের ঘরে আঘাত হানবে। তাই সতর্কও থাকতে হবে। কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘আমাদের চোখ এখন হোয়াইট ওয়াশের দিকে। প্রথম ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে হোয়াইট ওয়াশ করেই সিরিজ জেতা সম্ভব।’

মালয়েশিয়ার অধিনায়ক স্ট্রেফি বলেন, বাংলাদেশ ভালো খেলেই প্রথম ম্যাচ জিতেছে। তবে এতটা ভালো খেলবে ভাবিনি। ফুটবলে বাংলাদেশ অবশ্যই এগিয়ে যাচ্ছে। জিততে হলে স্মরণীয় ম্যাচ উপহার দিতে হবে।

সর্বশেষ খবর