শনিবার, ৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা

পারলেন না যুবারা

ক্রীড়া প্রতিবেদক

পারলেন না যুবারা

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। গতকাল ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ফাইনালে বাংলাদেশকে ৫-২ গোলে হারায় ভারতীয়রা। সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে ২০১৯ সালে ভারতের কাছে ২-১ গোলে হেরে শিরোপাবঞ্চিত হয়েছিল বাংলাদেশ। এবার সুযোগ ছিল সেই হারের প্রতিশোধ নেওয়ার। তবে পারল না বাংলাদেশের যুবারা।

গতকাল ম্যাচের প্রথম মিনিটেই পেনাল্টি থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন গুরকিরাত। ৪৫ মিনিটে ডি বক্সের ভিতর থেকে  গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান রাজন হাওলাদার। দ্বিতীয়ার্ধ্বে খেলতে নেমে ৪৮ মিনিটে বল পেয়ে ডি বক্সের ভিতর থেকে গোল করেন শাহিন মিয়া। ৫৭ মিনিটে ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করে ভারতকে সমতায় ফেরান গুরকিরাত সিং। নির্ধারিত সময় ২-২ ড্রতে শেষ হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। এবারেও ভারত খেলতে নেমেই গোল করে। ৯২ মিনিটে ভারতের হিমাংশু গোল করেন। এরপর ৯৩ ও ৯৯ মিনিটে দুটি গোল করেন গুরকিরাত। টুর্নামেন্টে আট গোল করলেন তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর