বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

পেসাররাই দলের প্রাণ

ক্রীড়া প্রতিবেদক

পেসাররাই দলের প্রাণ

অস্ট্রেলিয়ার অন্যান্য স্টেডিয়ামগুলোর সঙ্গে স্ট্রাকচারাল ডিজাইনে পার্থক্য রয়েছে সিডনি ক্রিকেট স্টেডিয়ামের। আকার, আয়তনে এগিয়ে মেলবোর্ন। কিন্তু ইতিহাস ও ঐতিহ্যে এগিয়ে সিডনি ক্রিকেট স্টেডিয়াম। সিডনি ক্রিকেট স্টেডিয়ামটির প্রতিষ্ঠা ১৮৪৮ সালে। মাঠটিতে প্রথম টেস্ট খেলা হয় ১৮৮২ সালে। ১৮৫৩ সালে প্রতিষ্ঠিত মেলবোর্ন এদিক দিয়ে এগিয়ে। ইয়ারা নদীর পাড়ের স্টেডিয়ামে বিশ্বের প্রথম টেস্ট খেলা হয় ১৮৭৭ সালে। ‘হার্ট অব ক্রিকেট’ মেলবোর্নে খেলেছে বাংলাদেশ। প্রায় পৌনে দুইশ বছরের (১৭৪ বছর) পুরনো স্টেডিয়ামটিতে এই প্রথম খেলবেন সাকিবরা। আজ বাংলাদেশ সময় সকাল ৯টায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে টাইগাররা। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ রানে জয়ের আত্মবিশ্বাস নিয়ে সাকিব বাহিনী আজ সিডনিতে খেলতে নামছে প্রোটিয়াসদের বিপক্ষে। টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা সুবিধাজনক অবস্থায় থাকার পরও জিম্বাবুয়ের বিপক্ষে জয় পায়নি। বৃষ্টিতে ম্যাচটি ভেসে গেলে পয়েন্ট ভাগাভাগি করে নেয় দুই দল। টুর্নামেন্টে টিকে থাকার জন্য ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ দুই দলের জন্য।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর