পুরস্কার বিতরণী মঞ্চে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক আথারটনের সামনে দাঁড়িয়ে হাসছিলেন তাসকিন আহমেদ। ম্যাচসেরার পুরস্কার নিতে মঞ্চে দাঁড়ানো তাসকিনের হাসি দেখে মনে হচ্ছিল, তখনো যেন ম্যাচের শেষ বলের নাটকটা বিশ্বাস হচ্ছিল না তার। হবেই কেন? শুধু টি-২০ বিশ্বকাপ ক্রিকেট নয়, টি-২০ ক্রিকেট ইতিহাসে এমনটি কখনোই হয়নি। শেষ ওভারে জিম্বাবুয়ের জন্য দরকার ছিল ১৬ রান। প্রথম দুই বলে ১ রান নিলে বাংলাদেশের ক্রিকেটাররা অনেকটাই নিশ্চিত হয়ে পড়ে জয়ের বিষয়ে। তৃতীয় ও চতুর্থ বলে ৪ ও ছক্কা মেরে ম্যাচে ফেরে জিম্বাবুয়ে। ২ বলে ৫ রান। পঞ্চম বলে নুরুল হাসান সোহান ক্ষিপ্তগতিতে স্ট্যাম্পিং করেন এনগারাভাকে। জমে উঠে ম্যাচ। জিম্বাবুয়ের জিততে ১ বলে চাই ৫। বাংলাদেশকে জিততে সর্বোচ্চ ৩ রান দিলেই হবে! এমন সমীকরণে মোসাদ্দেকের বলে ব্লেসিং মুজারাবানি স্ট্যাম্পিং হয়ে সাজঘরে ফেরেন। ৪ রানের জয় নিশ্চিত করে মাঠ থেকে উঠে যান দুই দলের খেলোয়াড়রা। কিন্তু মাঠে রয়ে যান আম্পায়ারদ্বয়। অপেক্ষায় থাকেন টিভি রিপ্লের। রিপ্লেতে পরিষ্কার দেখা গেছে বল স্ট্যাম্প পেরুনোর আগেই সোহান বল স্ট্যাম্পিং করেন। যা আইসিসির নিয়ম অনুযায়ী ‘নো’ বল। ফলে নতুন করে ক্রিকেটাররা মাঠে ফেরেন। শেষ বলের সমীকরণ দাঁড়ায় ৪ রান। মোসাদ্দেকের আর্মারে রান নিতে ব্যর্থ হন মুজারাবানি। অবিশ্বাস্য জয়ের ম্যাচের নায়ক হন তাসকিন। ৪ ওভারে ১৯ রানের খরচে নেন ৩ উইকেট। সব মিলিয়ে ৩ ম্যাচে তার উইকেট ৮টি। আসরে সবচেয়ে বেশি উইকেট তাসকিনের। মঞ্চে দাঁড়িয়ে তাসকিন বলেন, ‘আমরা সবাই নার্ভাস ছিলাম। খুবই ভালো একটি ম্যাচ ছিল। এটা আসলে সহজ ম্যাচ ছিল না। এই প্রথম আমি এমন একটি ‘নো’ বল দেখলাম।’
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
বিশ্বকাপে ‘দুরন্ত’ তাসকিন
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর