পুরস্কার বিতরণী মঞ্চে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক আথারটনের সামনে দাঁড়িয়ে হাসছিলেন তাসকিন আহমেদ। ম্যাচসেরার পুরস্কার নিতে মঞ্চে দাঁড়ানো তাসকিনের হাসি দেখে মনে হচ্ছিল, তখনো যেন ম্যাচের শেষ বলের নাটকটা বিশ্বাস হচ্ছিল না তার। হবেই কেন? শুধু টি-২০ বিশ্বকাপ ক্রিকেট নয়, টি-২০ ক্রিকেট ইতিহাসে এমনটি কখনোই হয়নি। শেষ ওভারে জিম্বাবুয়ের জন্য দরকার ছিল ১৬ রান। প্রথম দুই বলে ১ রান নিলে বাংলাদেশের ক্রিকেটাররা অনেকটাই নিশ্চিত হয়ে পড়ে জয়ের বিষয়ে। তৃতীয় ও চতুর্থ বলে ৪ ও ছক্কা মেরে ম্যাচে ফেরে জিম্বাবুয়ে। ২ বলে ৫ রান। পঞ্চম বলে নুরুল হাসান সোহান ক্ষিপ্তগতিতে স্ট্যাম্পিং করেন এনগারাভাকে। জমে উঠে ম্যাচ। জিম্বাবুয়ের জিততে ১ বলে চাই ৫। বাংলাদেশকে জিততে সর্বোচ্চ ৩ রান দিলেই হবে! এমন সমীকরণে মোসাদ্দেকের বলে ব্লেসিং মুজারাবানি স্ট্যাম্পিং হয়ে সাজঘরে ফেরেন। ৪ রানের জয় নিশ্চিত করে মাঠ থেকে উঠে যান দুই দলের খেলোয়াড়রা। কিন্তু মাঠে রয়ে যান আম্পায়ারদ্বয়। অপেক্ষায় থাকেন টিভি রিপ্লের। রিপ্লেতে পরিষ্কার দেখা গেছে বল স্ট্যাম্প পেরুনোর আগেই সোহান বল স্ট্যাম্পিং করেন। যা আইসিসির নিয়ম অনুযায়ী ‘নো’ বল। ফলে নতুন করে ক্রিকেটাররা মাঠে ফেরেন। শেষ বলের সমীকরণ দাঁড়ায় ৪ রান। মোসাদ্দেকের আর্মারে রান নিতে ব্যর্থ হন মুজারাবানি। অবিশ্বাস্য জয়ের ম্যাচের নায়ক হন তাসকিন। ৪ ওভারে ১৯ রানের খরচে নেন ৩ উইকেট। সব মিলিয়ে ৩ ম্যাচে তার উইকেট ৮টি। আসরে সবচেয়ে বেশি উইকেট তাসকিনের। মঞ্চে দাঁড়িয়ে তাসকিন বলেন, ‘আমরা সবাই নার্ভাস ছিলাম। খুবই ভালো একটি ম্যাচ ছিল। এটা আসলে সহজ ম্যাচ ছিল না। এই প্রথম আমি এমন একটি ‘নো’ বল দেখলাম।’
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
বিশ্বকাপে ‘দুরন্ত’ তাসকিন
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর