পুরস্কার বিতরণী মঞ্চে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক আথারটনের সামনে দাঁড়িয়ে হাসছিলেন তাসকিন আহমেদ। ম্যাচসেরার পুরস্কার নিতে মঞ্চে দাঁড়ানো তাসকিনের হাসি দেখে মনে হচ্ছিল, তখনো যেন ম্যাচের শেষ বলের নাটকটা বিশ্বাস হচ্ছিল না তার। হবেই কেন? শুধু টি-২০ বিশ্বকাপ ক্রিকেট নয়, টি-২০ ক্রিকেট ইতিহাসে এমনটি কখনোই হয়নি। শেষ ওভারে জিম্বাবুয়ের জন্য দরকার ছিল ১৬ রান। প্রথম দুই বলে ১ রান নিলে বাংলাদেশের ক্রিকেটাররা অনেকটাই নিশ্চিত হয়ে পড়ে জয়ের বিষয়ে। তৃতীয় ও চতুর্থ বলে ৪ ও ছক্কা মেরে ম্যাচে ফেরে জিম্বাবুয়ে। ২ বলে ৫ রান। পঞ্চম বলে নুরুল হাসান সোহান ক্ষিপ্তগতিতে স্ট্যাম্পিং করেন এনগারাভাকে। জমে উঠে ম্যাচ। জিম্বাবুয়ের জিততে ১ বলে চাই ৫। বাংলাদেশকে জিততে সর্বোচ্চ ৩ রান দিলেই হবে! এমন সমীকরণে মোসাদ্দেকের বলে ব্লেসিং মুজারাবানি স্ট্যাম্পিং হয়ে সাজঘরে ফেরেন। ৪ রানের জয় নিশ্চিত করে মাঠ থেকে উঠে যান দুই দলের খেলোয়াড়রা। কিন্তু মাঠে রয়ে যান আম্পায়ারদ্বয়। অপেক্ষায় থাকেন টিভি রিপ্লের। রিপ্লেতে পরিষ্কার দেখা গেছে বল স্ট্যাম্প পেরুনোর আগেই সোহান বল স্ট্যাম্পিং করেন। যা আইসিসির নিয়ম অনুযায়ী ‘নো’ বল। ফলে নতুন করে ক্রিকেটাররা মাঠে ফেরেন। শেষ বলের সমীকরণ দাঁড়ায় ৪ রান। মোসাদ্দেকের আর্মারে রান নিতে ব্যর্থ হন মুজারাবানি। অবিশ্বাস্য জয়ের ম্যাচের নায়ক হন তাসকিন। ৪ ওভারে ১৯ রানের খরচে নেন ৩ উইকেট। সব মিলিয়ে ৩ ম্যাচে তার উইকেট ৮টি। আসরে সবচেয়ে বেশি উইকেট তাসকিনের। মঞ্চে দাঁড়িয়ে তাসকিন বলেন, ‘আমরা সবাই নার্ভাস ছিলাম। খুবই ভালো একটি ম্যাচ ছিল। এটা আসলে সহজ ম্যাচ ছিল না। এই প্রথম আমি এমন একটি ‘নো’ বল দেখলাম।’
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা