পুরস্কার বিতরণী মঞ্চে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক আথারটনের সামনে দাঁড়িয়ে হাসছিলেন তাসকিন আহমেদ। ম্যাচসেরার পুরস্কার নিতে মঞ্চে দাঁড়ানো তাসকিনের হাসি দেখে মনে হচ্ছিল, তখনো যেন ম্যাচের শেষ বলের নাটকটা বিশ্বাস হচ্ছিল না তার। হবেই কেন? শুধু টি-২০ বিশ্বকাপ ক্রিকেট নয়, টি-২০ ক্রিকেট ইতিহাসে এমনটি কখনোই হয়নি। শেষ ওভারে জিম্বাবুয়ের জন্য দরকার ছিল ১৬ রান। প্রথম দুই বলে ১ রান নিলে বাংলাদেশের ক্রিকেটাররা অনেকটাই নিশ্চিত হয়ে পড়ে জয়ের বিষয়ে। তৃতীয় ও চতুর্থ বলে ৪ ও ছক্কা মেরে ম্যাচে ফেরে জিম্বাবুয়ে। ২ বলে ৫ রান। পঞ্চম বলে নুরুল হাসান সোহান ক্ষিপ্তগতিতে স্ট্যাম্পিং করেন এনগারাভাকে। জমে উঠে ম্যাচ। জিম্বাবুয়ের জিততে ১ বলে চাই ৫। বাংলাদেশকে জিততে সর্বোচ্চ ৩ রান দিলেই হবে! এমন সমীকরণে মোসাদ্দেকের বলে ব্লেসিং মুজারাবানি স্ট্যাম্পিং হয়ে সাজঘরে ফেরেন। ৪ রানের জয় নিশ্চিত করে মাঠ থেকে উঠে যান দুই দলের খেলোয়াড়রা। কিন্তু মাঠে রয়ে যান আম্পায়ারদ্বয়। অপেক্ষায় থাকেন টিভি রিপ্লের। রিপ্লেতে পরিষ্কার দেখা গেছে বল স্ট্যাম্প পেরুনোর আগেই সোহান বল স্ট্যাম্পিং করেন। যা আইসিসির নিয়ম অনুযায়ী ‘নো’ বল। ফলে নতুন করে ক্রিকেটাররা মাঠে ফেরেন। শেষ বলের সমীকরণ দাঁড়ায় ৪ রান। মোসাদ্দেকের আর্মারে রান নিতে ব্যর্থ হন মুজারাবানি। অবিশ্বাস্য জয়ের ম্যাচের নায়ক হন তাসকিন। ৪ ওভারে ১৯ রানের খরচে নেন ৩ উইকেট। সব মিলিয়ে ৩ ম্যাচে তার উইকেট ৮টি। আসরে সবচেয়ে বেশি উইকেট তাসকিনের। মঞ্চে দাঁড়িয়ে তাসকিন বলেন, ‘আমরা সবাই নার্ভাস ছিলাম। খুবই ভালো একটি ম্যাচ ছিল। এটা আসলে সহজ ম্যাচ ছিল না। এই প্রথম আমি এমন একটি ‘নো’ বল দেখলাম।’
শিরোনাম
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে