অবিশ্বাস্য এক ঘটনা ঘটল। দ্রুত স্ট্যাম্পিং করতে গিয়ে সোহানের গ্লাভস আগেই ঢুকে গেছে পপিং ক্রিজে। তাই থার্ড আম্পায়ার নো বল ডাকেন। ড্রেসিং রুমে বাংলাদেশের অনেকেই প্যাড খুলে ফেলেছেন। নো বল ডাকায় আবার মাঠে ফিরতে হলো। আথারটন বললেন, ‘এ ধরনের কান্ড জীবনে প্রথম দেখলাম।’