সোমবার, ৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ডাচদের সেরা জয়ে বিদায় দক্ষিণ আফ্রিকার

ক্রীড়া ডেস্ক

ডাচদের সেরা জয়ে বিদায় দক্ষিণ আফ্রিকার

কলিন অ্যাকারম্যান, নেদারল্যান্ডস

জিম্বাবুয়ের কাছে পাকিস্তানের হারাটা অঘটনই ছিল। ক্রিকেটে এমন অপ্রত্যাশিত ফল হতেই পারে। তা না হলে ২০০৩ সালে ওয়ানডে বিশ্বকাপে ফেভারিটদের পেছনে ফেলে কেনিয়া সেমিতে জায়গা করে নেয় কীভাবে? ক্রিকেটে এমন অনেক অঘটনের উদাহরণ দেওয়া যাবে। তারপরও নেদারল্যান্ডসের মতো দুর্বল দলের কাছে হেরে ফেভারিট দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল খেলতে পারবে না এ ভাবনা কারোর ছিল বলে মনে হয় না। সবাই ভেবেছিল গতকাল গ্রুপের শেষ ম্যাচে অনায়াসে ডাচদের হারিয়ে শেষ চার নিশ্চিত করবে। অথচ এবার টি-২০ বিশ্বকাপে সবচেয়ে অঘটন ঘটাল নেদারল্যান্ডসই।

অ্যাডিলেডে ভোর বেলায় অনুষ্ঠিত ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারিয়ে দেয় নেদারল্যান্ডস। এ গৌরবময় জয়ের পরও তারা সেমিতে খেলছে না। কিন্তু বড় সর্বনাশটা করে দিল প্রোটিয়াদের। তাদের জয়ে সেমিতে খেলার সুযোগ ছিল বাংলাদেশ ও পাকিস্তানের। যে পাকিস্তানের বিদায় নেওয়ার কথা তারাই কিনা সেমিতে খেলবে। প্রথমে ব্যাটিংয়ে নেমে নেদারল্যান্ডস ৪ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে। ২৬ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন কলিন আকারম্যান। পরে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে ১৪৫ রান তুলতে সক্ষম হয়। ১৩ রানে দক্ষিণ আফ্রিকার হার, এমন বিদায় কেউ কি ভেবেছিলেন।

সংক্ষিপ্ত স্কোর

নেদারল্যান্ডস ইনিংস (১৫৮/৪, ২০ ওভার)

কলিন ৪১*, স্টিফেন ৩৭, কুপার ৩৫; কেশব মহারাজ ২/২৭, নোর্টজে ১/১০, মারক্রাম ১/১৬।

 

দ.আফ্রিকা ইনিংস (১৪৫/৮, ২০ ওভার)

রুশো ২৫, ক্লাসেন্ট ২১, বাভুমা ২০;

ব্রেন্ডন গ্লোভার ৩/৯, ক্লাসেন্ট ২/২০, বাস ডি লিড ২/২৫

 

ফল : নেদারল্যান্ডস ১৩ রানে জয়ী

ম্যাচসেরা : কলিন অ্যাকারম্যান

সর্বশেষ খবর