শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ভারতের বিরুদ্ধে সিরিজে নেই তামিম ইকবাল

ভারতীয় ক্রিকেট দল এখন ঢাকায়

ক্রীড়া প্রতিবেদক

ভারতের বিরুদ্ধে সিরিজে নেই তামিম ইকবাল

তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ও দুটি টেস্ট খেলতে ভারতীয় ক্রিকেট দল এখন ঢাকায়। গতকাল এসেছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। যদিও বিশ্বকাপ ফুটবল দামামায় আড়ালে পড়ে গেছে বাংলাদেশ-ভারত সিরিজ। তবে ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় দুই প্রতিবেশীর ক্রিকেট লড়াইয়ের উন্মাদনায় মেতে উঠতে। ৪ ডিসেম্বর শুরু তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। সিরিজে খেলবেন না বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। প্রস্তুতি ম্যাচে কুঁচকিতে টান পড়ে তার। এতে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে টাইগার অধিনায়ককে। তার অনুপস্থিতিতে টাইগারদের নেতৃত্ব ফিরে পেতে পারেন সাকিব আল হাসান। বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার সাকিব এখন টাইগারদের টেস্ট ও টি-২০ অধিনায়ক। ৪ ও ৭ ডিসেম্বর দুই ওয়ানডে মিরপুর স্টেডিয়ামে এবং তৃতীয় ওয়ানডে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১০ ডিসেম্বর। পরশু দিন প্রস্তুতি ম্যাচে কুঁচকিতে টান পড়ে তামিমের। টাইগার অধিনায়কের ইনজুরি নিয়ে ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, ‘তামিমের ডান কুঁচকিতে টান পড়েছে। ইনজুরিটি গ্রেড-ওয়ান। এজন্য তাকে হয়তো দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। আমরা তাকে পর্যবেক্ষণ করব। ইনজুরির জন্য শুধু ওয়ানডে নয়, টেস্ট সিরিজে তার খেলার সম্ভাবনা খুবই কম।’ পিঠের ব্যথা পুনরায় চাড়া দিলে প্রথম ওয়ানডে খেলবেন না ডান-হাতি ফাস্ট বোলার তাসকিন আহমেদ। সিরিজের দুই টেস্টের প্রথমটি চট্টগ্রামে ১৪-১৮ ডিসেম্বর এবং দ্বিতীয়টি ঢাকায় ২২-২৬ ডিসেম্বর।

সর্বশেষ খবর