সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

বড় ব্যবধানে হারল টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

২২ বছর আগে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন আমিনুল ইসলাম বুলবুল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টেস্টটি আবার ছিল বাংলাদেশের অভিষেক টেস্ট। হেরেছিল টেস্টটি। এবার চট্টগ্রামে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছেন জাকির হাসান। তার সেঞ্চুরিতে টেস্ট পঞ্চম দিনে গড়িয়েছে। কিন্তু টেস্ট হেরে গেছে পঞ্চম দিনের প্রথম সেসনেই। দুই টেস্ট সিরিজের প্রথমটি ১৮৮ রানে জিতে এগিয়ে গেছে লোকেশ রাহুলের ভারত। রাহুল দলকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মার ইনজুরিতে। বৃহস্পতিবার মিরপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট। গতকাল প্রথম সেশনে মাত্র ৫২ রান যোগ করেছে সাকিব বাহিনী।

চট্টগ্রামের উইকেটে বাউন্স একটু বেশি। এবার স্পিন বেশি ধরেছে। ঘরের মাঠ, পরিচিত পরিবেশ-তারপরও ভারতীয় স্পিনারদের বিপক্ষে শেষ পর্যন্ত লড়াই করতে পারেনি সাকিব বাহিনী। ৫১৩ রানের টার্গেটে ওপেনার জাকিরের ১০০, আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত ৬৭ ও সাকিবের ৮৪ রানে ভর করে ৩২৪ রান করে বাংলাদেশ। স্বাগতিকদের ধসিয়ে দেন সফরকারী দুই স্পিনার আক্সার প্যাটেল ও কুলদীপ যাদব। বাঁ-হাতি স্পিনার আক্সার নেন ৪ উইকেট এবং বাঁ-হাতি চায়নাম্যান স্পিনার কুলদীপ নেন ৩ উইকেট। প্রথম ইনিংসে ভারত করেছিল ৪০৪ রান। সাকিব বাহিনীর সংগ্রহ ছিল ১৫০। ফলোঅনে না পাঠিয়ে ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে। ওপেনার শুভম গিলের ১১০ ও চেতেশ্বর পুজারার অপরাজিত ১১৩ রানে ভর করে ২ উইকেটে ২৫৮ রান করে ইনিংস ঘোষণা করে ভারত। টার্গেট দেয় ৫১৩ রান।

সর্বশেষ খবর