শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

রংপুর রাইডার্সের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স

ক্রীড়া প্রতিবেদক

রংপুর রাইডার্সের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স

পৌষের শীতে বিপর্যস্ত জনজীবন। তাপমাত্রা প্রতিদিনই নিচে নামছে। কুয়াশার চাদরে ঢাকা পড়ছে দিনের আকাশ। সূর্যের মুখ দেখা যাচ্ছে খুব অল্প। দেশের শীতকালীন পরিবেশ এখন এমনই। এমন পরিবেশে আজ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। নতুন বছরের প্রথম ক্রিকেট টুর্নামেন্ট। সাত দল অংশ নিচ্ছে ২০ ওভারের টুর্নামেন্টে। আসরে কোন দল চ্যাম্পিয়ন হবে, বলা মুশফিল। ১৬ ফেব্রুয়ারি জানা যাবে চ্যাম্পিয়ন দলের নাম। ২০১৭ সালের রংপুর রাইডার্স এবারের আসরের শিরোপার অন্যতম দাবিদার। নুরুল হাসান সোহানের নেতৃত্বে সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স আজ মাঠে নামছে। সন্ধ্যা সোয়া ৭টায় রংপুরের প্রতিপক্ষ বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রংপুর একবারের চ্যাম্পিয়ন। কুমিল্লা ২০১৫, ২০১৯ ও ২০২২ সালের চ্যাম্পিয়ন। দুই চ্যাম্পিয়নের আজ বিপিএল শুরু হচ্ছে। দিনের প্রথম ম্যাচে দুপুর আড়াইটায় চট্টগ্রাম চালেঞ্জার্সের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স।

রংপুর বিপিএলে নিয়মিত খেলেছে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত। এরপর রংপুর সরে যায়। চলতি বছর বিপিএল ফিরছে পুরনো মডেলে। রংপুরও ফিরেছে। ফিরেই দল গড়েছে শিরোপা জিততে। দলটি ২০১৭ সালের চ্যাম্পিয়ন। সোহানের নেতৃত্বে দলটিতে রয়েছে দেশি-বিদেশি একাধিক তারকা ক্রিকেটার। বিদেশি তারকা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে পরিচিত মুখ পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। এ ছাড়া রয়েছেন ছোট দলের বড় তারকা জিম্বাবুয়ের সিকান্দার রাজা। পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার মোহাম্মদ নাওয়াজ ও হারিস রউফ রয়েছেন দলে। দেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মোহাম্মদ নাঈম শেখ, পারভেজ হোসেন, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, রকিবুল হাসান ও রিপন মোল্লা। দেশি ও বিদেশি ক্রিকেটারদের নিয়ে দল ব্যালান্সড বলেন অধিনায়ক সোহান, ‘দল অনেক ইয়াং এবং ব্যালান্সড। আমরা যদি প্রত্যেকে সেরাটা খেলতে পারি, তাহলে ভালো ফল আশা করতেই পারি। সবাইকে জানতে হবে, বিপিএল দারুণ মঞ্চ, নিজেকে চেনানোর।’

 

সর্বশেষ খবর