শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

‘হযবরল’ বললেন মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক

‘হযবরল’ বললেন মাশরাফি

বিপিএল মাঠে গড়াচ্ছে আজ। মাঠের খেলা শুরুর আগে প্রচণ্ড শীতেও মাঠ গরম বাগবিতণ্ডায়। পরশু বিপিএলের সমালোচনা করেছিলেন বাংলাদেশের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান। জানিয়েছিলেন, তিনি সিইও থাকলে এক-দুই মাসের মধ্যে পরিস্থিতি পাল্টে দিতেন। সাকিবের মন্তব্যের উত্তর দিয়েছেন বিসিবি সিইও নিজামুউদ্দীন চৌধুরী সুজন, ‘আমি নিশ্চিত নই যে উনি (সাকিব) কোন প্রেক্ষাপটে কথাটা বলেছেন। কিংবা কতটুকু তথ্য উনার কাছে ছিল। আমাদের সীমাবদ্ধতা জানলে হয়তো উনার অবস্থান থেকে এসব কথা উনি বলতেন কি না, আমার সন্দেহ। এতটুকুই বলব। এর বাইরে কিছু বলা আসলে ঠিক হবে না।’ সাকিব ও বিসিবি সিইওর পাল্টাপাল্টি মন্তব্য নিয়ে কারও পক্ষে কথা বলেননি মাশরাফি বিন মর্তুজা। যিনি বিপিএলের চলতি আসরে সিলেট স্ট্রাইকার্সকে নেতৃত্ব দেবেন। দুই পক্ষের কাউকে সরাসরি সমর্থন না দিয়ে মাশরাফি বলেছেন, টুর্নামেন্টটিকে ‘হযবরল’ মনে হচ্ছে তার, ‘পরিবেশ দেখলে আপনার তাই মনে হবে। কারণ, এক মাঠে ৬-৭ দল অনুশীলন করছে। রংপুর নিজ দায়িত্বে নিজেদের মাঠে অনুশীলন করছে, এ বিষয়গুলো কিন্তু ম্যাটার করে। আমাদের ওই নির্দিষ্ট দলের সুযোগ-সুবিধা, ওই যে বললাম না, আয়োজনটা সঠিক পন্থায় করতে হবে। তখন হয়তো বা এটা হবে। খালি চোখে যে কেউ এসে দেখে যে একই মাঠে সবকিছু হচ্ছে, অনুশীলন হচ্ছে। এটা হযবরল ব্যাপার, এটা বলতে পারে।’ মাশরাফি ভুল বলেননি। শিডিউল মেনে বিপিএলের ৬ দল দিনভর অনুশীলন করছে মিরপুর একাডেমি মাঠে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর