শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
মেনস্ জুনিয়র বাছাই হকি

বাংলাদেশ-হংকং মুখোমুখি

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ-হংকং মুখোমুখি

ম্যানস জুনিয়র এএইচএফ কাপ হকিতে অংশ নিতে বাংলাদেশ এখন ওমানে। আজই নিজেদের গ্রুপের প্রথম ম্যাচ খেলবে লাল-সবুজের দল। দুপুর ২টায় মাসকাটে প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে হংকং চায়না। মাসকাট থেকে হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ জানান, ওমানে পৌঁছানোর পর কাবুজ স্পোর্টস কমপ্লেক্সে গতকাল বাংলাদেশ অনুশীলন করে। প্রতিপক্ষ দুর্বল হলেও উদ্বোধনী ম্যাচটিকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশের যুবারা। ৭ জানুয়ারি শ্রীলঙ্কা ও ৯ জানুয়ারি লড়বে উজবেকিস্তানের বিপক্ষে।

‘এ’ গ্রুপে চাইনিজ তাইপে, ওমান, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া খেলবে। এখান থেকে শীর্ষ চার দল খেলবে জুনিয়র এশিয়া কাপের চূড়ান্ত পর্বে। বড় কোনো অঘটন না ঘটলে বাংলাদেশের মূল পর্বে খেলা নিশ্চিত। চ্যাম্পিয়ন হয়ে টিকিট পাবে কি না সেটাই দেখার বিষয়। কেননা ‘এ’ গ্রুপে ওমানও শক্তির দিক দিয়ে কম যাবে না।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর