শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ডন ব্রাডম্যানকে ছাড়িয়ে স্মিথ

ক্রীড়া প্রতিবেদক

ডন ব্রাডম্যানকে ছাড়িয়ে স্মিথ

স্টিভ স্মিথ বছর শেষ করেছিলেন সেঞ্চুরি না পাওয়ার হতাশায়। সেই হতাশাকে পাশ কাটিয়ে নতুন বছর উদযাপন করলেন তিন অঙ্কের জাদুকরী ইনিংস খেলে। সিডনিতে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় দিনে খেলেছেন ১০৪ রানের ইনিংস। যা তার ৯২ টেস্ট ক্যারিয়ারের ৩০তম সেঞ্চুরি। এই সেঞ্চুরিতে তিনি পেছনে ফেলেছেন ক্রিকেটের কিংবদন্তি স্যার ডোনাল্ড ব্রাডম্যানকে। ব্রাডম্যানের সেঞ্চুরি ২৯টি মাত্র ৫২ টেস্টে। নাম লিখেছেন আরেক অসি লিজেন্ড ম্যাথু হেইডেনের পাশে। বাঁ হাতি ওপেনারের সেঞ্চুরি ১০৩ টেস্টে ৩০টি। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ৫১ সেঞ্চুরি শচীন টেন্ডুলকারের, ২০০ টেস্টে। অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি সেঞ্চুরি সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের, ৪১টি ১৬৮ টেস্টে। স্মিথের রেকর্ড গড়া দিনটিকে নিজের করে নিয়েছেন অস্ট্রেলিয়ার উসমান খাজা। বাঁ হাতি ওপেনার দ্বিতীয় দিন শেষে অপরাজিত রয়েছেন ১৯৫ রানে। ৫৬ টেস্ট ক্যারিয়ারে খাজার এটা ১৩তম সেঞ্চুরি। স্মিথ ও খাজার জোড়া সেঞ্চুরিতে স্বাগতিক অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ৪৭৫ রান। সিডনি টেস্টটি বৃষ্টিতে বাধা পড়েছে। প্রথম দিন বৃষ্টিতে খেলা হয়েছিল মাত্র ৪৭ ওভার। গতকাল খেলা হয়েছে ৮৪ ওভার। ক্যারিয়ারের মাইলফলক গড়া সেঞ্চুরির ইনিংসটি খেলেছেন স্মিথ ১৯২ বলে ১১ চার ও ২ ছক্কায়।

সর্বশেষ খবর