মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

কুমিল্লার টানা চতুর্থ জয়

ক্রীড়া প্রতিবেদক

কুমিল্লা ভিক্টোরিয়ান্স বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এই দল চলতি বিপিএলের শুরুতে টানা তিন ম্যাচ হেরে বেশ বিপদেই ছিল। তবে টানা তিন ম্যাচ হারের পর টানা চার ম্যাচ জয় করল তারা। গতকাল ঢাকা ডমিনেটর্সকে ৬০ রানে হারিয়ে চতুর্থ জয় তুলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৮ পয়েন্ট নিয়ে তারা তিন নম্বরে অবস্থান করছে।

গতকাল টস জিতে প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা ডমিনেটর্স। ইনিংসের শুরুতেই মোহাম্মদ রিজওয়ানের উইকেট হারিয়ে বেশ বিপদে পড়ে কুমিল্লা। তবে লিটন দাস ও ইমরুল কায়েস শুরুর ধাক্কাটা সামলে নেন। রিজওয়ান ৩ রানে আউট হলেও লিটন দাস ২০ ও ইমরুল কায়েস ২৮ রান করেন। জনসন চার্লস ২৫ বলে ৩২ রান করে রান আউট হন। খুশদিল শাহ ১৭ বলে ৩০ রান করে দলকে লড়াই করার মতো পুঁজি এনে দেন। শেষদিকে জাকের আলি ১০ বলে ২০ ও আবু হায়দার ৮ বলে ১১ রান করেন। কুমিল্লা ২০ ওভারে ১৬৪ রান সংগ্রহ করে। ঢাকা ডমিনেটর্সের পক্ষে ১৯ রানে দুই উইকেট শিকার করেন দলের অধিনায়ক নাসির হোসেন। জবাবে ১০৪ রানেই শেষ হয় ঢাকার ইনিংস। ঢাকার পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন উসমান খান। নাসিম শাহ ৪টি ও খুশদিল শাহ ২টি উইকেট শিকার করেন কুমিল্লার পক্ষে। ব্যাটে-বলে পারফর্ম করে ম্যাচসেরার পুরস্কার জয় করেন খুশদিল শাহ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর