শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

হাতুরাসিংহের দ্বিতীয় অধ্যায় শুরুর অপেক্ষা

ক্রীড়া প্রতিবেদক

হাতুরাসিংহের দ্বিতীয় অধ্যায় শুরুর অপেক্ষা

সাড়ে পাঁচ বছর পর বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ হিসেবে ফের নিয়োগ পেয়েছেন চন্ডিকা হাতুরাসিংহে। হাতুরাসিংহের ২০১৪-২০১৭ সালের মেয়াদকালকে পুরোপুরি ‘সোনালি অধ্যায়’ বলা যাবে না! কিন্তু তার তিন বছরের কোচিংকে নিশ্চিত করেই টাইগারদের ক্রিকেট ইতিহাসের সেরা বলা যায়। নতুন করে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের দায়িত্ব নিয়ে সাবেক টাইগার কোচ কতটা সাফল্য পাবেন, এ নিয়ে জোর আলোচনা ক্রিকেটাঙ্গনে। তার অন্তর্ভুক্তিতে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। সবচেয়ে সফল টাইগার ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানিয়েছেন ক্রিকেটাররা সাজঘরে হাতুরাসিংহেকে কীভাবে গ্রহণ করেন সেটাই দেখার বিষয়, ‘আমার কাছে সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে, ক্রিকেটাররা তাকে কীভাবে ড্রেসিং রুমে গ্রহণ করেন। সাজঘরে ক্রিকেটারদের সঙ্গে তিনি কতটা কমফোর্টেবল। হাতে গোনা ২-৪ জন ক্রিকেটার ছাড়া বাকিরা সবাই হাতুরাসিংহের পরিচিত।’ টাইগারদের অন্যতম সেরা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বিশ্বাস করেন, হাতুরাসিংহে ভালো করবেন, ‘বাংলাদেশের ক্রিকেটের সব কিছুই তিনি জানেন। প্রত্যেক খেলোয়াড়কে চেনেন। পরিবেশ-পরিস্থিতি জানেন। কোন কোন জায়গায় উন্নতি করতে হবে তা তিনি জানেন।’

হাতুরাসিংহে প্রথম দায়িত্ব নেন ২০১৪ সালে। তার কোচিংয়ে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপের (২০১৫ সালের বিশ্বকাপ) কোয়ার্টার ফাইনাল খেলে। ঘরের মাঠে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে। ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। টেস্টে হারিয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে। তার কোচিং দক্ষতা ও সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই। তবে হেডমাস্টারি আচরণে ক্রিকেটারদের সঙ্গে একটি দূরত্ব তৈরি হয়েছিল। চুক্তির আগেই তিনি দায়িত্ব ছেড়ে দেন। অবশ্য তাকে দলে রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছিল বিসিবি। কিন্তু নিজ সিদ্ধান্তে অনঢ় হাতুরাসিংহে দায়িত্ব ছাড়ার আগে ক্রিকেটারদের সম্পর্কে বিস্তর অভিযোগ করেন। নতুন করে দায়িত্ব নিয়ে সেই ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে হবে তাকে। দুই পক্ষের মধ্যে কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়, এটাই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্লেষকরা।

সর্বশেষ খবর